চকলেট খাওয়া বিড়ালের জন্য ক্ষতিকারক কেন

হাউ স্টাফ ওয়ার্কসছবি:

ছোট্ট রিয়া চকলেট খেতে খুব ভালোবাসে। প্রায়শই মায়ের কাছে চকলেটের বায়না ধরে। মাঝেমধ্যে মা রিয়াকে চকলেট কিনে দেয়। রিয়ার একটা ছোট্ট বিড়াল আছে। বিড়ালটাকেও ও ভালোবাসে। তাই চকলেট খাওয়ার সময় বিড়ালকেও একটু দিল। বিড়ালটা আগ্রহ নিয়ে চকলেটের কাছে গেলেও তা খেল না। রিয়া মনে ভারি কষ্ট পেল। মায়ের কাছে গিয়ে নালিশ জানাল। বিড়ালকে চকলেট খাওয়ানোর কথা শুনে মা হেসে ফেললেন। তারপর রিয়াকে কাছে ডেকে জানালেন, বিড়াল চকলেট খেতে পারে না। চকলেট খেলে নাকি বিড়ালের ভারি অসুবিধা হতে পারে। কিন্তু এত মজার চকলেট খেলে বিড়ালের যে কী অসুবিধা হতে পারে, তা-ই রিয়া কিছুতে বুঝতে পারল না। তোমরা কি জানো, বিড়াল কেন চকলেট খায় না? সে কথাই আজ জানাতে এসেছি।

চকলেট কেন বিড়ালের জন্য বিপজ্জনক

চকলেটে এমন দুটি উপাদান আছে যা বিড়ালের জন্য ক্ষতিকর। একটার নাম থিওব্রোমিন, অন্যটা ক্যাফেইন। শব্দ দুটি একটু কঠিনই বটে। বড় হয়ে এ ব্যাপারে তোমরা বিস্তারিত জানতে পারবে। এখানে শুধু বলে রাখি, এই দুটি জিনিস খেলে বিড়ালের মধ্যে খুব চাঞ্চল্য দেখা যায়। মানে ওরা উত্তেজিত হয়ে যেতে পারে। এগুলো মানুষের জন্য ক্ষতিকর নয়, কারণ মানুষ সহজে হজম করতে পারে। কিন্তু বিড়ালের শরীর তা সামলাতে পারে না। তাই বিড়াল যদি ভুল করেও চকলেট খেয়ে ফেলে, তাহলে পেট খারাপ হতে পারে। শ্বাস নিতে কষ্ট হবে, এমনকি শরীর কাঁপতেও পারে। আর জানো কি, যে চকলেট যত বেশি গাঢ় বা কালো, সেই চকলেট তত বেশি বিপজ্জনক। ডার্ক চকলেট আর কোকো পাউডার সবচেয়ে ক্ষতিকর। এমনকি মিল্ক চকলেটও বিড়ালের জন্য নিরাপদ নয়। হোয়াইট চকলেটে থিওব্রোমিন কম থাকলেও এতে অনেক চিনি এবং চর্বি আছে বলে বিড়াল খেতে পারে না।

আরও পড়ুন

বিড়াল চকলেট খেলে যা যা হতে পারে

কোনো বিড়াল যদি ভুল করে চকলেট খেয়ে ফেলে, তাহলে কয়েক ঘণ্টার মধ্যেই বিভিন্ন লক্ষণ দেখা দেবে। প্রথমে বিড়াল বমি করতে পারে। তারপর হতে পারে ডায়রিয়া। বিড়াল ধীরে ধীরে অস্থির হয়ে যাবে এবং এক জায়গায় বসে থাকতে পারবে না। অবস্থা আরও গুরুতর হলে নিশ্বাস দ্রুত হয়ে যাবে। বেড়ে যাবে হৃদস্পন্দনও। মাঝেমধ্যে খিঁচুনি হতে পারে। সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো, বিড়াল অজ্ঞান হয়ে যেতে পারে। এমনকি হতে পারে মৃত্যুও।

আরও পড়ুন

কতটা চকলেট খাওয়া নিরাপদ

এই প্রশ্নের উত্তর খুব সহজ। চকলেট খাওয়া মোটেই নিরাপদ নয়। এমনকি একটুকরো চকলেট বিস্কুট বা চকলেট আইসক্রিমও বিড়ালের সমস্যা তৈরি করতে পারে। অনেক সময় আমরা ভাবি, ছোট্ট একটু দিলে হয়তো কিছু হবে না। কিন্তু এমনটা ভাবা মোটেও ঠিক নয়। চকলেট বিড়ালের জন্য স্রেফ বিষ। এমনকি চকলেট ফ্লেভারের দুধ বা কেকও বিড়ালের জন্য বিপজ্জনক। তাই সবচেয়ে ভালো হয় সব ধরনের চকলেট এবং চকলেট জাতীয় খাবার বিড়ালের নাগালের বাইরে রাখা।

বিড়াল চকলেট খেয়ে ফেললে উপায়

ভুল করে বিড়াল চকলেট খেয়ে ফেললে একটু দেরি না করে ভেটেরিনারি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বিপদের লক্ষণ প্রকাশ পাওয়ার অপেক্ষা করা যাবে না। দেরি করলে সমস্যা বাড়তে পারে। ডাক্তার হয়তো বিড়ালকে বমি করাতে পারেন যাতে চকলেট পেট থেকে বের হয়ে যায়। মাঝেমধ্যে অ্যাক্টিভেটেড চারকোল নামে একধরনের কয়লা খাওয়ানো হয় যাতে চকলেট শরীর থেকে শুষে নিতে পারে।

আরও পড়ুন

কীভাবে এই সমস্যা এড়ানো যায়

বিড়াল সাধারণত কুকুরের মতো লোভী না। কিন্তু দুর্ঘটনা যেকোনো সময় ঘটতে পারে। তাই সবচেয়ে ভালো উপায় হলো চকলেট এবং কোকো জাতীয় সব খাবার বন্ধ কৌটায় রেখে দেওয়া। এমন জায়গায় রাখতে হবে যাতে বিড়াল খেতে না পারে। বিশেষ করে ঈদ, পূজা বা জন্মদিনের মতো উৎসবের সময় ঘরে অনেক মিষ্টি বা চকলেটজাতীয় খাবার থাকে। তখন আরও বেশি সাবধান থাকতে হবে। বিড়াল যেন কোনোভাবেই এসব খাবারের কাছে না যেতে পারে, খেয়াল রাখতে হবে সেদিকে।

সূত্র: হাউ স্টাফ ওয়ার্কস

আরও পড়ুন