তিন বছরের মধ্যে চাঁদে গাছ লাগানোর চেষ্টা

২০২৫ সালের মধ্যে চাঁদে গাছ লাগানোর চেষ্টা চালাচ্ছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির উদ্ভিদ জীববিজ্ঞানী ব্রেট উইলিয়ামস বলেন, ‘ইসরায়েলের বেসরকারি নভোযান বেরেসিট ২ মিশনে বীজ পাঠানো হবে চাঁদে। মহাকাশযানটি চাঁদে নামার পর বীজগুলোকে একটি আবদ্ধ জায়গায় রেখে তাতে দেওয়া হবে পানি। তারপর পর্যবেক্ষণ করা হবে বীজের অঙ্কুরোদ্‌গম ও বেড়ে ওঠা। বিরূপ পরিস্থিতির মধ্যেও যে ধরনের গাছ বেশি সময় টিকে থাকতে পারে, সে রকম বীজই পাঠানো হবে চাঁদে।’ অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের পছন্দের তালিকায় আছে একটি অস্ট্রেলিয়ান ঘাস। এটি পানি ছাড়াও সুপ্ত অবস্থায় টিকে থাকতে পারে অনেক দিন। ভবিষ্যতে চাঁদে মানুষের বসবাসের ক্ষেত্রে খাদ্য ও অক্সিজেন অবশ্যই দরকার হবে। আর এই দুটি জিনিসের জোগান দেওয়ার জন্য গাছ বাধ্যতামূলক। তাই এই প্রকল্পকে চাঁদে বসবাসের প্রাথমিক পদক্ষেপ বলা যায়।

সূত্র: ফিজিকস ডট ওআরজি