২২০০ বছরের পুরোনো জুতা আবিষ্কার

২২০০ বছর পুরোনো জুতা

২ হাজার ২০০ বছরের পুরোনো জুতাটি পাওয়া গেছে অস্ট্রিয়ার ডার্নবার্গ নামের একটি গ্রামে। এখন অবশ্য গ্রামটি সালজবার্গ নামে পরিচিত। ওই অঞ্চলে প্রত্নতত্ত্ববিদেরা খননের সময় জুতাটি উদ্ধার করে। ধারণা করা হয়, জুতাটি দ্বিতীয় শতকের। এই গ্রামে প্রাচীন লৌহযুগে খনিজ লবণের খনি ছিল। সেই পরিত্যক্ত খনিতেই পাওয়া গেছে জুতাটি। এত বছর পরও জুতাটি অক্ষত আছে। এটি পশুর লোম দিয়ে তৈরি ছিল বলে প্রত্নতত্ত্ববিদদের ধারণা। জুতাটির সাইজ বর্তমানে যুক্তরাজ্যের শিশুদের পায়ের ১১.৫ আকারের। ওই খনিতে কেবল একটি জুতাই পাওয়া গেছে। তবে এই জুতার থেকে প্রমাণিত হয়, প্রায় ২ হাজার বছর আগেই শিশুরা খনিতে কাজ করত। জুতার কাছেই আরও একটি কাঠের টুকরা, বেলচা ও শাবলের ভাঙা অংশ খুঁজে পাওয়া গেছে।

আরও পড়ুন