যেভাবে জনপ্রিয় হলো ইউটিউব

ইউটিউবরয়টার্স

প্রতি মিনিটে ৫০০ ঘণ্টার বেশি ভিডিও আপলোড করা হয় ইউটিউবে। প্রতিদিন ১০০ কোটি ঘণ্টার বেশি ভিডিও দেখেন দর্শক। সিনেমার ট্রেলার থেকে শুরু করে নানা পণ্যের রিভিউ, এমনকি দৈনন্দিন খবরাখবরও ইউটিউবে থাকা এখন একরকম বাধ্যতামূলক। কিন্তু কীভাবে শুরু হয়েছিল ইউটিউবের পথচলা? আজকের অবস্থানেই-বা এল কীভাবে? চলো, সংক্ষেপে জেনে নিই ইউটিউবের গল্প।

ইউটিউব তাদের যাত্রা শুরু করেছিল ২০০৫ সালের ২৩ এপ্রিল। এর অন্যতম প্রতিষ্ঠাতা জাভেদ করিম সেদিন যুক্তরাষ্ট্রের স্যান ডিয়াগো চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে আপলোড করেছিলেন ‘মিট মি অ্যাট দ্য জু’ নামে ইউটিউবের প্রথম ভিডিওটি। চ্যাড হার্লি, স্টিভ চেন ও জাভেদ করিম মিলে প্রথমে ইউটিউব প্রতিষ্ঠা করেছিলেন একটি অনলাইন ভিডিও ডেটিং সাইট হিসেবে। তখনো কেউ ভাবেননি, এই ইউটিউব একসময় পরিণত হবে ভিডিওর এক মহাবিশ্বে।

২০০৬ সালের নভেম্বরে ১৬৫ কোটি ডলারে ইউটিউবকে কিনে নেয় গুগল। নতুন করে শুরু হয় ইউটিউবের পথচলা। বিনা মূল্যে ব্যবহার, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস ও সহজে সবার সঙ্গে শেয়ারের সুবিধা—এই তিনের পাশাপাশি ইউটিউবের অন্যতম বড় সুবিধা ছিল কনটেন্ট মনিটাইজেশন। ২০০৭ সালে ‘ইউটিউব পার্টনার প্রোগ্রাম’ নামে এর সূচনা হয়। কোনো জটিল নিবন্ধন বা আইনি কাগজপত্র ছাড়াই ভিডিও বানিয়ে, আপলোড করে যে কেউ রাতারাতি জগদ্বিখ্যাত হয়ে যেতে পারেন এই প্ল্যাটফর্মে। এর উদাহরণ তো ভুরি ভুরি। আজকের দিনে অন্য সবকিছুর মতো রয়েছে ভেরিটাসিয়াম, কুরজগেসাগতের মতো দারুণ সব চ্যানেল, যেগুলো ভিডিও বানায় বিজ্ঞানের দারুণ সব মজার বিষয় নিয়ে।

ইউটিউব অনন্য হয়ে উঠেছে মূলত এর অ্যালগরিদমের জন্য। বর্তমানে গুগলের পর দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় সার্চ ইঞ্জিন এই ইউটিউব। ডিমভাজি থেকে শুরু করে গাড়ির টায়ার বদলানো, ক্লাসরুমের পড়াশোনা থেকে শুরু করে যেকোনো মুভির ব্যাখ্যা—কী নেই এখানে! আর একবার কোনো বিষয়ে সার্চ করলেই হয়েছে, ইউটিউবের সার্চ ইঞ্জিন আপনার পছন্দের বিষয়গুলো একে একে তুলে আনবে হোমপেজে। এই অ্যালগরিদমই ইউটিউবের সবচেয়ে বড় হাতিয়ার। শুধু দর্শকপ্রিয়তাই নয়, এর ভূমিকা আছে ইউটিউবের ব্যবসায়ও।

বর্তমানে ইউটিউব গুগলের সাবসিডিয়ারি হলেও, এর প্যারেন্ট কোম্পানির নাম গুগল নয়, অ্যালফাবেট ইনকরপোরেশন। অনেকেই হয়তো জানেন, এই অ্যালফাবেট গুগলেরও মাতৃ প্রতিষ্ঠান। গুগলের সব অঙ্গপ্রতিষ্ঠানকে একছাতার অধীনে নিয়ে আসার উদ্দেশ্যে ল্যারি পেইজ ও সার্গেই ব্রিন এটি প্রতিষ্ঠা করেন ২০১৫ সালের অক্টোবরে।

ফেসবুকের পর ইউটিউব এখন পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত সোশ্যাল মিডিয়া। প্রতি মাসে দুই বিলিয়নের বেশি মানুষ ইউটিউব ব্যবহার করেন। অ্যালফাবেট ইনকরপোরেশনের ৯ দশমিক ৪ শতাংশ লভ্যাংশ আসে ইউটিউবের বিজ্ঞাপন থেকে। ২০২০ সালে ইউটিউবের আয় হয়েছে ১৯ দশমিক ৮ বিলিয়ন ডলার। আর, এই সবকিছুর পেছনে রয়েছে ইউটিউবের অ্যালগরিদম, যা দর্শকের কাছে পৌঁছে দিতে পারে প্রয়োজনীয় বিজ্ঞাপন।

নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম বা হুলুর মতো স্ট্রিমিং সার্ভিসগুলোর সঙ্গে পাল্লা দিতে গিয়ে ২০১৪ সালের নভেম্বরে ইউটিউব চালু করে করে ইউটিউব রেড। ২০১৮ সালের মে মাসে এর নাম বদলে রাখা হয় ইউটিউব প্রিমিয়াম। অরিজিনাল মুভি বা সিরিজ দেখার পাশাপাশি বিজ্ঞাপন ছাড়াই দর্শকেরা ইউটিউব চালাতে পারেন ইউটিউব প্রিমিয়ামে।

ইউটিউবের বর্তমান মূল লক্ষ্য হলো, সাধারণ ব্যবহারকারীদেরই আরও বেশি সুবিধা দেওয়া। একদিকে ব্যবহারকারীরা ভিডিও আপলোড দিচ্ছেন, আরেক দিকে খুঁজে দেখছেন প্রয়োজনীয় ভিডিও, সেই সঙ্গে তাঁদের কাছে পৌঁছে যাচ্ছে প্রয়োজনীয় বিজ্ঞাপন।

১০০টির বেশি দেশে, ৮০টি ভাষায় ইউটিউব এখন বর্তমান। এক জরিপে জানা যায়, ৬২ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠান নিয়মিত ইউটিউব ব্যবহার করে নিজেদের পণ্য ও সেবার ব্যাপারে মানুষকে জানাতে। প্রায় ৯০ শতাংশ মানুষ নিয়মিতই ইউটিউবে নতুন নতুন পণ্যের খবর জানতে পারেন। এভাবেই প্রতিদিন আরও বাড়ছে ইউটিউবের পরিসর।

সত্যি বলতে, ইউটিউব ছাড়া আজকের পৃথিবী কল্পনাই করা যায় না!