ই-বেতে কিনতে পারবে গ্রহাণু

কায়োটি

কায়োটি হলো এক প্রজাতির ছোট আকারের নেকড়ে। বরফের নিচে ঘাসের ভেতরে লুকিয়ে থাকা ইঁদুর শিকার করে ওরা। ওপর থেকে ঝাঁপ দিয়ে বরফের ভেতরে মুখ ঢুকিয়ে দেয়। অনেক সময় শরীরের প্রায় অর্ধেকটুকু ঢুকিয়ে দেয় বরফে। কায়োটি ওপর থেকে এক ফুট বরফের নিচে থাকা ইঁদুরের নড়াচড়ার শব্দ শুনতে পায়।

গ্রহাণূ

অনলাইন কেনাকাটার জন্য ই-বে বেশ বিখ্যাত। হেন জিনিস নেই, যা ই-বেতে কেনা যায় না। কিন্তু কল্পনা করা যায়, ই-বেতে তুমি কিনতে পারবে গ্রহের টুকরা বা গ্রহাণু। যেটা একসময় মহাকাশের নিঃসীম অন্ধকারে ছুটে বেড়িয়েছে। পরে অভিকর্ষ শক্তির টানে পৃথিবীতে এসে আছড়ে পড়েছে।

ভালুক

দ্রুতগতির প্রাণী হিসেবে ঘোড়া সবার কাছে পরিচিত। বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়। অন্যদিকে গ্রিজলি বিয়ার বা ভালুক দেখে মনে হয় ঘোড়ার ঠিক উল্টো। মোটাসোটা এক প্রাণী গ্রিজলি ভালুক। কিন্তু তুমি কি জানো, বিশালদেহী গ্রিজলি ভালুক ঘোড়ার মতোই দ্রুতগতিতে দৌড়াতে পারে?