কার্বন ডাই–অক্সাইড শোষণ করবে ট্রেন

চলার পথে বাতাসের কার্বন ডাই-অক্সাইড শোষণ করবে ট্রেনটি। এই ট্রেনের দেখা মিলবে উত্তর আমেরিকায়। বাতাসে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমাতে কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের সহায়তার ট্রেনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘সিও ২ রেল’। ধারণা করা হচ্ছে, বিশেষ প্রযুক্তির ট্রেনটির মাধ্যমে প্রতিবছর বাতাস থেকে প্রায় ছয় হাজার টন কার্বন ডাই-অক্সাইড শোষণ করা সম্ভব হবে। একটি ট্রেন প্রতিদিন যে পরিমাণ শক্তি উৎপন্ন করবে, তাতে ২০টি বাড়িতে বিদ্যুতের অভাব পূরণ করা সম্ভব হবে।

সূত্র: সিও২ রেল ডট কম