৫০০ বছর পুরোনো সোনার মুদ্রা

জার্মানির প্রত্নতাত্ত্বিকেরা মধ্যযুগীয় একটি মঠের ধ্বংসাবশেষের মধ্যে ৫০০ বছর পুরোনো স্বর্ণমুদ্রার সন্ধান পেয়েছেন। চারটি মুদ্রা পাওয়া গেছে ওই মঠে। মঠটির নাম অগাস্টিনিয়ান হারমিট, প্রতিষ্ঠিত হয় ১২৫৩ সালে। তখন থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত মঠটি সন্ন্যাসীদের দখলে ছিল। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, ১৫২৫ সালে মধ্য জার্মানিতে বিদ্রোহের সময় কোনো সন্ন্যাসী এই মুদ্রা চারটি তাড়াহুড়া করে লুকিয়ে রেখেছিলেন।

রোমান সাম্রাজ্যের সময় এ ধরনের মুদ্রা ব্যবহৃত হতো। অবশ্য মুদ্রা চারটি একই সময়ের ছিল না। রোমান সম্রাট তৃতীয় ফ্রেডরিকের রাজত্বকালে, ১৪৯৩ সালের আগে জার্মানির ফ্রাঙ্কফুটে তৈরি হয়েছিল একটি মুদ্রা। আরেকটি ১৪৮৬ সাল থেকে ১৪৯৫ সালের মধ্যে জার্মানির নুরেনবার্গে তৈরি। বাকি মুদ্রা দুটি তৈরি হয়েছিল ১৪৮০ সালের দিকে।

এই চারটি মুদ্রা ছাড়া গবেষকেরা ওই মঠ থেকে সিরামিকস, প্রাণীর হাড়সহ আরও বেশ কিছু নিদর্শনও খুঁজে পেয়েছেন। মঠটির ধ্বংসাবশেষের সামান্য কিছু অংশ এখনো টিকে আছে।

সূত্র: লাইভ সায়েন্স