সৌরজগতের বাইরে পানিসমৃদ্ধ গ্রহ

সম্প্রতি সৌরজগতের বাইরে পানিসমৃদ্ধ দুটি গ্রহের সন্ধান পেয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গ্রহ দুটির নাম কেপলার ১৩৮-সি ও ১৩৮-ডি। পৃথিবী থেকে ২১৮ আলোকবর্ষ দূরে অবস্থিত লিরা নক্ষত্রপুঞ্জকে কেন্দ্র করে ঘুরছে গ্রহ দুটি। বিজ্ঞানীদের ধারণা, ওই গ্রহ দুটির পৃষ্ঠের নিচে পানি আছে। কানাডার মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ের একদল জ্যোতির্বিজ্ঞানী নাসার হাবল ও স্পিটজা নামে দুটি টেলিস্কোপ ব্যবহার করে তাঁদের গবেষণায় গ্রহ দুটির সন্ধান পান। গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়টির ইনস্টিটিউট ফর রিসার্চ অন দ্য এক্সোপ্ল্যানেটসের ক্যারোলিন পিউলেট। গ্রহ দুটিতে পানি থাকার ব্যাপারে তাঁরা যথেষ্ট তথ্য–প্রমাণ পেয়েছেন। গ্রহ দুটির আয়তনের অনেকটা অংশ গঠিত হয়েছে পাথরের চেয়ে হালকা; কিন্তু হাইড্রোজেন বা হিলিয়াম গ্যাসের চেয়ে ভারী কোনো উপাদান দিয়ে। সে কারণেই গ্রহ দুটিতে পানি থাকার সম্ভাবনা প্রবল। আসলেই গ্রহ দুটিতে পানি আছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজন আরও বিস্তর গবেষণা।

সূত্র: নাসা