শিশুদের অংশগ্রহণে কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজে আনন্দঘণ্টা

শিশুদের ভাবনার জগৎ আরও প্রসারিত করতে কিশোর আলো আয়োজন করে আনন্দঘণ্টা। যেখানে গুণীজনেরা শিক্ষার্থীদের কাছে সরাসরি উপস্থিত হন অনুপ্রেরণাদায়ী বক্তব্য, জাদু, গান আর কুইজ নিয়ে। ড্যান কেকের সহযোগিতায় আয়োজিত আনন্দঘণ্টায় উপস্থিত ছিলেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। অনুষ্ঠানে শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে গান গেয়ে ও কবিতা আবৃত্তি করে জিতে নেয় আকর্ষণীয় পুরস্কার।

১ / ৯
কিশোর আলোর সম্পাদক আনিসুল হক শিক্ষার্থীদের বই পড়ার আহ্বান জানান
২ / ৯
কুইজের উত্তর দিতে আগ্রহী সবাই হাত তুলেছে
৩ / ৯
‘আমি এই প্রশ্নের উত্তর জানি’—সামনে এসে উত্তর দিচ্ছে এক শিক্ষার্থী। পুরস্কার হিসেবে ছিল বই, কিশোর আলো ও ড্যান কেক
৪ / ৯
গান, ছড়া, কবিতা পড়ে শোনায় শিক্ষার্থীরা
৫ / ৯
শিশুদের সঙ্গে নাচে অংশ নিয়ে আনন্দ ভাগাভাগি করেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক
৬ / ৯
সংগীত পরিবেশন করে শিক্ষার্থীদের মন জয় করেন শিল্পী অয়ন চাকলাদার
৭ / ৯
আনন্দঘণ্টার অন্যতম আকর্ষণ ছিল জাদুকর যুবরাজের জাদু
৮ / ৯
সব শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় একটি করে কিশোর আলো
৯ / ৯
অনুষ্ঠান শেষে সবার জন্য ছিল ড্যান কেকের সৌজন্যে কেক