সাপের কারণে আটকে গেল জাপানের বুলেট ট্রেন

জাপানের একটি বুলেট ট্রেনছবি: সংগৃহীত

জাপানের বিখ্যাত হাইস্পিড বুলেট ট্রেন সব সময় সঠিক সময়ে চলে। প্রায় কোনো কিছুই সঠিক সময়ে চলা থেকে এই ট্রেনগুলোকে আটকাতে পারে না। তবে এবার এই ট্রেনকেই ১৭ মিনিট আটকে রেখেছে একটি ছোট সাপ।

গত ১৬ এপ্রিল মঙ্গলবার নিয়মিত চলাচল করা একজন যাত্রী স্টেশনের কর্মীদের জানান, নাগোয়া থেকে আসা একটি ট্রেনের বগিতে দেখা গেছে একটি ১৬ ইঞ্চি সাপ! সিএনএনকে সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানি এমনই জানিয়েছে।

ট্রেনটি ওসাকা শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা ছিল। তবে সতর্কতা হিসাবে এই ট্রেনটির যাত্রা স্থগিত করা হয়। অন্য একটি ট্রেন এই রুটে বরাদ্দ দেওয়ার জন্য যে বিলম্ব হয়, এতেই লাগে গোলযোগ। অনেকগুলো জাতীয় ট্রেনের যাত্রার সময় কমবেশি হয়ে যায়। জাপানের রেলওয়ে সেবা সময়ানুবর্তিতার জন্য বিখ্যাত। তবে এবার একটি সাপের কারণে রেলের সময় এলোমেলো হয়ে গেল।

সাপের কারণে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। কিন্তু ৬০০ জনের বেশি যাত্রী অতিরিক্ত সময় লাগায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। সাপটি কোন ধরনের বা কীভাবে সাপটি ট্রেনে উঠল, তা এখনও জানা যায়নি।

বুলেট ট্রেনকে জাপানে শিনকানসেন বলা হয়। প্রতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে এই ট্রেন চলতে পারে। জাপানের যাত্রীরা ট্রেনের সিডিউলকে খুব নির্ভরযোগ্য মনে করেন।

এর আগে ২০১৭ সালে সুকুবা এক্সপ্রেস নামক একটি রেলের একজন চালক ২০ সেকেন্ড আগে ট্রেন ছেড়ে দেওয়ার জন্য ক্ষমা চেয়েছিলেন।

আরও পড়ুন