কেন ভেঙে পড়েছিলেন লেখক স্টিফেন কিং

লেখক স্টিফেন কিং

বিশ্বের অন্যতম জনপ্রিয় লেখক স্টিফেন কিং। জনপ্রিয় হয়ে ওঠার আগে মার্কিন এই লেখকের জীবনের গল্পটা ছিল বেশ করুণ। জীবিকার তাগিদে নানা ধরনের কাজ করতে হয়েছে তাঁকে। ছিলেন একজন পরিচ্ছন্নতাকর্মী। কাজ করেছেন গ্যাসপাম্পে। একটি কারখানায় ইস্তিরি অপারেটর হিসেবেও কাজ করেছেন তিনি।

স্টিফেন কিংয়ের প্রথম উপন্যাস ক্যারি। ৩০ জন প্রকাশক এই উপন্যাস ছাপতে রাজি হননি। ফিরিয়ে দিয়েছেন। প্রকাশকদের প্রতিক্রিয়ায় একেবারেই ভেঙে পড়েছিলেন স্টিফেন কিং। এতই হতাশ হয়েছিলেন যে পাণ্ডুলিপিটি ফেলে দিয়েছিলেন তিনি। তবে স্টিফেন কিংয়ের পাঠকেরা ভাগ্যবান। তাঁর স্ত্রী তাবিথা পুনরুদ্ধার করেছিলেন ফেলে দেওয়া পাণ্ডুলিপিটি। তারপর কিংকে অনুরোধ করেছেন উপন্যাসটি নিয়ে কাজ চালিয়ে যেতে। তাঁরা তখন একটি ট্রেলারে (বসবাস করা যায় এমন একধরনের গাড়ি) বাস করতেন তাঁদের দুই ছোট সন্তানসহ। একসময় ক্যারি প্রকাশিত হয়। তারপর স্টিফেন কিং হয়ে ওঠেন অবিশ্বাস্যরকমের সফল লেখক। বুঝলে তো, নানা রকম বাধা আসবে জীবনে। কিন্তু হতাশ হওয়া চলবে না।

আরও পড়ুন