সাহিত্যে নোবেল পাওয়া কে এই ইয়োন ফসে

ইয়োন ফসে

২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়েজিয়ান লেখক ইয়োন ফসে। তিনি উদ্ভাবনী নাটক এবং ভাষাহীনের মুখে ভাষা দেওয়া গদ্যের জন্য পুরস্কার পেয়েছেন। রয়্যাল সুইডিশ একাডেমি বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী হিসেবে তাঁর নাম ঘোষণা করে।

ইয়োন ফসে প্রচুর নাটক, উপন্যাস, কবিতার সংগ্রহ, প্রবন্ধ, শিশুদের বই এবং অনুবাদ করেছেন। বর্তমানে তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নাট্যকারদের একজন। নোবেল পুরস্কার পাওয়ার আগে তিনি সুইডিশ একাডেমি নরডিক পুরস্কার, ইউরোপিয়ান প্রাইজ ফর লিটারেচারসহ বেশ কিছু সম্মাননা ও পুরস্কার পেয়েছেন। তিনি গদ্যের জন্য স্বীকৃত হয়েছেন।

ইয়োন ফসের লেখা ‘ইন দ্য ব্ল্যাক ফরেস্ট ইনসাইড’ (২০২৩) নাটকে দেখা যায়, একজন ভবঘুরে লোক নেভিগেট করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। প্রলাপ বকতে বকতে অন্ধকারে গাড়ি চালিয়ে অদৃশ্য হয়ে গেছে। ইয়োন ফসের লেখার প্রবণতা হলো মানুষের বিশেষ অবস্থা।

ইয়োন ফসে নরওয়ের হাউজসুন্ডে জন্মগ্রহণ করেন। ৭ বছর বয়সে একটি দুর্ঘটনায় মৃত্যুকে খুব কাছ থেকে দেখেন। এ অভিজ্ঞতা তাঁর লেখাকে প্রভাবিত করেছে। প্রথম উপন্যাস ‘রেড, ব্ল্যাক’ ১৯৮৩ সালে প্রকাশিত হয়। প্রথম নাটক ‘অ্যান্ড উই উইল নেভার বি পার্টেড’ ১৯৯৪ সালে প্রকাশিত হয়।  

২০১৫ সালে দ্য ডেইলি টেলিগ্রাফের সেরা ১০০ জন জীবিত প্রতিভাবানের তালিকায় জায়গা পান। ২০১৫ সালে নর্ডিক কাউন্সিলের সাহিত্য পুরস্কার পান তিনি। ফারসি ভাষাসহ বহু ভাষায় তাঁর নাটক অনুবাদ করা হয়েছে। ইরানের অনেক মঞ্চে তাঁর লেখা নাটক নিয়মিত প্রদর্শিত হয়। 

সাহিত্যে নোবেলজয়ী হিসেবে ইয়োন ফসে পাবেন একটি নোবেল মেডেল ও সনদ এবং ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা। বর্তমান বাজারমূল্য অনুযায়ী যার মান প্রায় ১০ লাখ ৭ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ১১ কোটি ১৩ লাখ টাকা!

সূত্র: নোবেল প্রাইজ ওয়েবসাইট