মনে রেখো ১৫টি কথা

১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তোমাদের এসএসসি পরীক্ষা। পরীক্ষার প্রস্তুতি কেমন হবে, কী কী বিষয় মাথায় রাখতে হবে তা নিয়ে পরামর্শ দিয়েছেন অভিজ্ঞ শিক্ষকেরা। আশা করি তোমাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখবে এই পরামর্শগুলো।

১. পরীক্ষার হলে যাওয়া

পরীক্ষা শুরুর প্রথম দিন কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে। অন্যান্য দিন কমপক্ষে ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষাকক্ষে এসে আসন গ্রহণ করতে হবে।

২. উত্তরপত্র হাতে পেলে

সাধারণত পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে বহুনির্বাচনি অভীক্ষার ওএমআর এবং রচনামূলক পরীক্ষার উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করা হয়। উত্তরপত্রের কোনো পৃষ্ঠায় কাটাছেঁড়া বা নষ্ট আছে কি না, তা দেখে নেবে। যদি এরূপ থাকে, তাহলে কক্ষ পরিদর্শককে বিনীতভাবে জানাবে।

৩. কালো বলপয়েন্ট কলম

বহুনির্বাচনি উত্তরপত্র ও রচনামূলক উত্তরপত্রের কাভার পৃষ্ঠার নির্ধারিত অংশে কালো বলপয়েন্ট কলম দ্বারা লিখতে হবে এবং সঠিকভাবে বৃত্ত ভরাট করতে হবে। বৃত্ত ভরাটে পেনসিল বা অন্য কোনো কালি ব্যবহার করবে না।

৪. ওএমআর শিট

উত্তরপত্রের ওএমআর শিট পূরণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কোনোরূপ তাড়াহুড়া করা যাবে না। প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের সঙ্গে মিলিয়ে খুব সাবধানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড, বোর্ডের নাম ইত্যাদি লিখতে হবে। প্রথমে পেনসিল দিয়ে হালকা দাগিয়ে আবার মিলিয়ে নিয়ে পরে কালো বলপয়েন্ট কলম ব্যবহার করতে পারো।

৫. বৃত্ত ভরাটে সতর্কতা

বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্র ও রচনামূলক উত্তরপত্রের কাভার পৃষ্ঠায় বৃত্ত ভরাট করতে হয়। বৃত্ত সম্পূর্ণরূপে ভরাট করতে হবে। কখনো আংশিক ভরাট করা যাবে না। আবার বৃত্তের বাইরে যেন বলপয়েন্ট কলমের কালি ছড়িয়ে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।

৬. প্রশ্ন যখন পাবে

প্রশ্নপত্র হাতে পাওয়ার পর সম্পূর্ণ প্রশ্ন মনোযোগসহ পড়ে নেবে। ভালো জানা প্রশ্নগুলো বাছাই করে নেবে। যেসব প্রশ্নের উত্তর লিখলে বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো মনে মনে ঠিক করে নেবে। মনে রাখতে হবে, প্রশ্নপত্রে কোনোরূপ দাগানো বা কোনো কিছু লেখা যাবে না।

৭. উপস্থিতিপত্রে স্বাক্ষর

প্রতিদিন হাজিরা শিটে নির্দিষ্ট বিষয়ের পরীক্ষার তারিখের পাশে নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করতে হবে। স্বাক্ষরের ঘরে নিজের পূর্ণ নাম লিখলে ভালো হয়। প্রতিদিনের স্বাক্ষর একই রকম হতে হবে। বাংলা পরীক্ষার দিন বাংলা স্বাক্ষর, ইংরেজি পরীক্ষার দিন ইংরেজি স্বাক্ষর—এরূপ যেন না করো।

৮. বহুনির্বাচনি ও সৃজনশীল অংশ

ইংরেজি বিষয় ছাড়া প্রতিটি বিষয়ের পরীক্ষায় দুটি অংশ থাকে। একটি বহুনির্বাচনি ও অন্যটি সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) অংশ। প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

৯. উত্তরপত্র ভাঁজ করা যাবে না

বহুনির্বাচনি উত্তরপত্র ও সৃজনশীল বা রচনামূলক উত্তরপত্রের কাভার পৃষ্ঠায় দরকারি তথ্য থাকে। এগুলো মেশিন দ্বারা পড়া হয়। তাই বহুনির্বাচনি উত্তরপত্র ও সৃজনশীল বা রচনামূলক উত্তরপত্র কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না।

১০. সেট কোড

বহুনির্বাচনি প্রশ্ন হাতে পাওয়ার পরপরই উত্তরপত্রের নির্ধারিত ঘরে সেট কোড লিখতে হবে এবং এর নিচের সঠিক বৃত্তটি সতর্কতার সঙ্গে ভরাট করতে হবে।

১১. পৃথকভাবে পাস

শিক্ষা বোর্ডের নিয়মানুসারে পরীক্ষার্থীকে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়), বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

১২.সাধারণ ক্যালকুলেটর

গণিত ও বিজ্ঞান বিষয়গুলোর পরীক্ষায় ক্যালকুলেটরের প্রয়োজন হবে। এ ক্ষেত্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।

১৩. মুঠোফোন

মনে রেখো, পরীক্ষাকেন্দ্রে ভুলক্রমেও মুঠোফোন বা অন্য কোনো ডিভাইস নিয়ে উপস্থিত হওয়া যাবে না।

১৪. স্বাস্থ্যবিধি

পরীক্ষার্থীদের অবশ্যই মাস্ক পরিধান করে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হবে।

১৫. গুছিয়ে রাখো দরকারি জিনিসপত্র

পরীক্ষার হলে কী কী জিনিস সঙ্গে নিয়ে যেতে হবে, এগুলোর একটি তালিকা তৈরি করবে। যেমন প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি, সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর, লম্বা স্কেল, হাতঘড়ি, জ্যামিতি বক্স, ভালো মানের তিন থেকে চারটি কলম, পেনসিল, রাবার ইত্যাদি উপকরণ একটি স্বচ্ছ ফাইলে ভরে রাখবে। মনে রেখো, পরীক্ষাকক্ষে অস্বচ্ছ ব্যাগ বা ফাইল বহন করা যাবে না।