পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ১০ প্রাণী

মানুষ এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলে স্বীকৃত। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বুদ্ধিতে, কাজে–কর্মে হয়ে উঠেছে আরও দক্ষ। তবে মানুষের মস্তিষ্ক অনেক বিকশিত হলেও তারা বেশির ভাগ প্রাণীর মতো দ্রুতগতির নয়। পৃথিবীতে হাজার হাজার প্রাণী আছে, যারা ছুটতে পারে মানুষের চেয়ে দ্রুত। একজন মানুষ ঘণ্টায় সর্বোচ্চ ৩৭ কিলোমিটার দৌড়াতে পারে। পৃথিবীর দ্রুততম মানব জ্যামাইকার উসাইন বোল্ট। ১০০ মিটার যেতে তাঁর লাগে ৯ দশমিক ৫৮ সেকেন্ড। কিন্তু এই গ্রহেরই কিছু প্রাণী মানুষের দ্বিগুণ গতিতে দৌড়াতে বা ছুটতে পারে। চলো, সে রকম ১০টি প্রাণীর সঙ্গে পরিচিত হওয়া যাক।

১০. বাদামি খরগোশ

গড় গতি: ঘণ্টায় ৭৭ কিলোমিটার

ইউরোপ, সাইবেরিয়া ও এশিয়ার বেশির ভাগ স্থানে এই বাদামি খরগোশের দেখা মেলে। এরা ব্রাউন হেয়ার ও ইউরোপীয় খরগোশ নামেও বেশ পরিচিত। আকারে ছোট হলেও ঘণ্টায় প্রায় ৭৭ কিলোমিটার গতিতে ছুটতে পারে এরা। প্রায় ৭৫ সেন্টিমিটার লম্বা হতে পারে একটি প্রাপ্তবয়স্ক বাদামি খরগোশ। এদের গড় ওজন তিন থেকে চার কেজি।

৯. ব্লু ওয়াইল্ডবিস্ট

গড় গতি: ঘণ্টায় ৮০ কিলোমিটার

ব্লু ওয়াইল্ডবিস্ট একটি হরিণজাতীয় প্রাণী। পৃথিবীর দ্বিতীয় দ্রুততম হরিণজাতীয় প্রাণী এটি। ঘণ্টায় এরা সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। এদের থাকে প্রশস্ত কাঁধ। দূর থেকে দেখতে সিংহের মতো লাগে। দৌড়ের গতিও প্রায় সিংহের সমান। একটি ওয়াইল্ডবিস্ট ১৭০ থেকে ২৪০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। ওজন হতে পারে ১৬৫ থেকে ২৯০ কেজি। এ প্রাণী সবচেয়ে বেশি পাওয়া যায় তানজানিয়া, জাম্বিয়া, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে।

৮. মার্লিন

গড় গতি: ঘণ্টায় ৮১ কিলোমিটার

মার্লিন দ্বিতীয় দ্রুততম সামুদ্রিক প্রাণী। ঘণ্টায় প্রায় ৮১ কিলোমিটার গতিতে সাঁতার কাটতে পারে এরা। একটি প্রাপ্তবয়স্ক মার্লিনের দৈর্ঘ্য ৫ মিটার এবং ওজন হতে পারে প্রায় ৮০০ কেজি। এদের সাধারণত আটলান্টিক, ভারত ও প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়।

৭. প্রংহর্ন অ্যান্টালোপ

গড় গতি: ৯৬ কিলোমিটার

দেখতে হরিণের মতো হলেও এরা আসলে হরিণজাতীয় প্রাণী নয়। এদের নিকটতম জীবিত আত্মীয় হলো জিরাফ। ঘণ্টায় ৯৬ কিলোমিটার গতিতে ছুটে এরা শিকারিকে ছাড়িয়ে যেতে পারে। এরা ঘণ্টায় ৫৬ কিলোমিটার গতিতে প্রায় ৭ কিলোমিটার যেতে পারে। ঘণ্টায় ৬৭ কিলোমিটার বেগে গেলে পাড়ি দিতে পারে দেড় কিলোমিটারের মতো পথ। আর গতি আরও বাড়িয়ে দিলে ঘণ্টায় ৮৮ কিলোমিটার বেগে যেতে পারে প্রায় এক কিলোমিটার পথ।

একটি প্রাপ্তবয়স্ক প্রংহর্ন প্রায় দেড় মিটার লম্বা হতে পারে। ওজনে ৪০ থেকে ৬৫ কেজি পর্যন্ত হয়।

৬. সেলফিশ

গড় গতি: ৯৮ কিলোমিটার

সেলফিশ পৃথিবীর দ্রুততম জলজ প্রাণীগুলোর একটি। সমুদ্রের পানি ঠেলে ঘণ্টায় প্রায় ৯৮ কিলোমিটার বেগে এগিয়ে যেতে পারে এই সামুদ্রিক মাছ। প্রাপ্তবয়স্ক সেলফিশ সর্বোচ্চ দেড় মিটার লম্বা হয়। নীল রঙের এই মাছের ওজন হতে পারে প্রায় ৪৫ কেজি। ভারত মহাসাগরের মতো গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল এ মাছের প্রধান আবাসস্থল।

৫. চিতা

গড় গতি: ১০০ কিলোমিটার

এই লেখার শিরোনাম পড়ে হয়তো অনেকেই ভেবেছ, আমরা তো জানিই, চিতা সবচেয়ে দ্রুতগতির প্রাণী। কিন্তু ৫ নম্বরে চিতাকে দেখে কি একটু অবাক হলে? অবাক হওয়ার কিছু নেই। পৃথিবীতে আরও চারটা প্রাণী আছে, যারা চিতার চেয়ে দ্রুতগতিতে ছুটতে পারে। আফ্রিকান এই বন্য বিড়ালজাতীয় প্রাণী ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। আসলে চিতার গতিবেগ বের করা বেশ কঠিন। একবার এক চিড়িয়াখানার কর্মী তাঁর গাড়ির পেছনে মাংস ঝুলিয়ে গাড়ি চালানো শুরু করে। সেটা দেখে চিতা দেয় দৌড়। এ সময় ওই চিতা ঘণ্টায় ৯৬ কিলোমিটার বেগে ছুটছিল। চিড়িয়াখানার ওই কর্মী জানান, চিতা ৩ সেকেন্ডে ০ থেকে ৯৬ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। চিতার শারীরিক আকৃতির কারণে এত দ্রুত ছোটা সম্ভব। তবে তোমাদের জানিয়ে রাখি, চিতা কিন্তু হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে। আইইউসিএন নামের একটি সংস্থা প্রাণীদের তথ্য হালনাগাদ করে রাখে। তাদের তালিকায় চিতা আছে লাল তালিকায়। তাদের মতে, পৃথিবীতে আর মাত্র আট হাজার চিতা জীবিত আছে।

৪. স্পার ডানাযুক্ত হাঁস

গড় গতি: ১৪১ কিলোমিটার

স্পার ডানাযুক্ত হাঁসকে হয়তো আমাদের দেশে চীনা হাঁস বলে। এরা ৭৫ থেকে ১১০ সেন্টিমিটার লম্বা হতে পারে। ওজন হয় চার থেকে সাত কেজি। স্বাভাবিক অবস্থায় এরা ঘণ্টায় ১৪১ কিলোমিটার বেগে এগিয়ে যেতে পারে।

৩. ফ্রিগেট পাখি

গড় গতি: ১৪৫ কিলোমিটার

সামুদ্রিক পাখিদের মধ্যে ফ্রিগেট পাখি সবচেয়ে দ্রুতগতির। এদের প্রধানত গ্রীষ্মমণ্ডলীয় ও উপগ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পাওয়া যায়। এদের ডানা অনেক বড়। ডানা প্রায় আড়াই মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। স্বাভাবিকভাবে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার বেগে উড়তে পারে এই পাখি।

২. গোল্ডেন ঈগল

গড় গতি: ৩২০ কিলোমিটার

ঈগল প্রজাতির মধ্যে এটি সবচেয়ে দ্রুতগতির এবং বিশ্বের দ্বিতীয় দ্রুততম প্রাণী। শিকার ধরতে এরা সিদ্ধহস্ত। মুহূর্তের মধ্যে আকাশ থেকে নেমে আসে মাটিতে। ছোঁ মেরে নিয়ে যায় শিকার। এদের পা অনেক শক্তিশালী আর বিশাল। সাধারণত খরগোশ, কাঠবিড়ালি প্রভৃতি প্রাণী এদের শিকারে পরিণত হয়। এর ডানা ২ দশমিক ৩৪ মিটার লম্বা হয়। শিকার ধরতে এরা ৩২০ কিলোমিটার বেগে ডাইভ দিতে পারে।

১. পেরেগ্রিন ফ্যালকন

গড় গতি: ৩৩০ কিলোমিটার

বিশ্বের সবচেয়ে দ্রুতগতির প্রাণীটি দেখতে অনেকটা কাকের মতো। নাম পেরেগ্রিন ফ্যালকন। এই পাখির পিঠের অংশ অনেকটা নীলচে ধূসর বর্ণের। পেটের অংশ সাদা। এটি তাঁর গতির জন্য সবচেয়ে বেশি পরিচিত। ঘণ্টায় অনায়াস ছুটতে পারে ৩২০ থেকে ৩৩০ কিলোমিটার গতিতে। ন্যাশনাল জিওগ্রাফিক অবশ্য বলছে, এর সর্বোচ্চ গতি রেকর্ড হয়েছে ঘণ্টায় ৩৮৯ কিলোমিটার। পাখিটি প্রধানত অস্ট্রেলিয়ায় পাওয়া যায়। তবে অ্যান্টার্কটিকা ব্যতীত প্রায় সব মহাদেশে পেরিগ্রিন কমবেশি পাওয়া যায়।