৪০০ কোটি বছরের পুরোনো পানি

ফ্রান্সের গ্রেনোবলের ইনস্টিটিউট ফর প্ল্যানেটারি সায়েন্সেস অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকসের ইতালীয় জ্যোতিঃপদার্থবিদ সিসিলিয়া সেকারেলি এবং চীনের নানজিং অঞ্চলে অবস্থিত পার্পল মাউন্টেন অবজারভেটরির জ্যোতির্বিজ্ঞানী ফুজুন ডু গবেষণা করে দেখেছেন, পৃথিবীর পানি ৪০০ কোটি বছরের পুরোনো। এই পানি তৈরি হয়েছে গ্রহ ও নক্ষত্রের জন্মের সময়ে। মূলত গ্রহ বা নক্ষত্র তৈরি হয়েছে ধুলোর বিশাল মেঘ থেকে। এই মেঘের বড় একটা অংশজুড়ে থাকে হাইড্রোজেন। এ ছাড়া থাকে হিলিয়াম, অক্সিজেন ও কার্বন মৌল। অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে পানি। তবে দুই ধরনের পানি তৈরি হয়েছিল। একটি হাইড্রোজেনের সাধারণ পরমাণু ও অক্সিজেনের মিশ্রণে তৈরি সাধারণ পানি। অন্যটি হাইড্রোজেনের আইসোটোপ ডিউটেরিয়াম ও অক্সিজেনের মিশ্রণে তৈরি হওয়া ভারী পানি। এ দুটি পর্যায়ে পানি তৈরি হয়েছে সৌরজগতে। প্রথম পর্যায়ের পানি নক্ষত্র তৈরি সময়েই ধূলিমেঘের মধ্যে তৈরি হয়েছে। দ্বিতীয় পর্যায়ে পানি তৈরি হয়েছে গ্রহ গঠনের সময়। বিজ্ঞানীদের মতে, পৃথিবীর ১ থেকে ৫০ শতাংশ পানি সৌরজগতের জন্মের প্রাথমিক পর্যায় থেকে এসেছে।

সূত্র: স্মিথসোনিয়ান ম্যাগাজিন