অবশ্যই পরিবর্তন আসবে

ভোরে বালুকাময় নির্জন সৈকতে হাঁটছিলেন লোকটি। ঠিক নির্জন বলা চলে না, তিনি ভেবেছিলেন সৈকতটি হয়তো জনশূন্য। কিছুদূরে তাকাতেই লক্ষ করলেন একজনের অবয়ব।

একটি ছেলে বারবার নিচু হয়ে কিছু একটা তুলে নিচ্ছে, ছুড়ে দিচ্ছে সমুদ্রে। একই কাজের পুনরাবৃত্তি করছে সে। কাছে যেতেই দেখলেন, ছেলেটির আশপাশের বালু ছেয়ে গেছে তারা মাছে, ঢেউয়ের সঙ্গে ভেসে সৈকতে এসেছিল সেগুলো।

বালুতে আটকে পড়া তারা মাছগুলোকেই জলে ছুড়ে দিচ্ছে ছেলেটি। 'তুমি কেন করছ কাজটা?' জানতে চাইলেন লোকটি।

'ঢেউ কমে যাচ্ছে, সূর্য উঠবে একটু পর। দ্রুতই তাপমাত্রা বেড়ে যাবে, তারা মাছগুলো মরে যাবে তখন।' কাজের ব্যাঘাত না ঘটিয়েই উত্তর দিল ছেলেটি। বুঝতে পেরে মাথা নাড়লেন লোকটি। 'কিন্তু, ছেলে,' বলছেন তিনি। 'সৈকতটা তো কয়েক মাইল লম্বা। শয়ে শয়ে, হয়তো হাজারখানেক তারা মাছ রয়েছে। সবাইকে তো বাঁচাতে পারবে না তুমি। যা করছ, তাতে কোনো পরিবর্তন আসবে?'

শান্ত হয়ে সবকিছু শুনল ছেলেটি। এরপর আরেকটি তারা মাছ তুলে নিয়ে ছুড়ে দিল জলে, 'অন্তত এই মাছটির জন্য অবশ্যই পরিবর্তন আসবে,' বলল সে।

লরেন আইজলির 'স্টারফিশ থ্রোয়ার' প্রবন্ধ থেকে