মিরপুরে ‘উন্মাদ’-এর কার্টুন প্রদর্শনী

ফিতা কেটে কার্টুন প্রদর্শনী উদ্বোধন করেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালছবি: আহমেদ পাবাল আমান

বছরের শেষ কদিন বাকি। নতুন বছর নিয়ে নিশ্চয়ই তোমার নতুন নতুন ভাবনা আছে। তুমি হয়তো ভাবছ এ বছরের চেয়ে আরেকটা বেশি বই পড়বে নতুন বছরে। ক্যালেন্ডারের পাতায় এক–দুই দিন করে দাগ কেটে রাখছ। বছরের শেষ দিনটার জন্য অপেক্ষা। ভাবছ আতশবাজি আর ফানুস উড়িয়ে নতুন বছরকে স্বাগত জানাবে। কিন্তু তুমি কি জানতে আতশবাজির প্রচণ্ড আওয়াজ পাখিরা সহ্য করতে পারে না? অনেক পাখি মারাও যায়। এই ভাবনাটা হয়তো তোমাদের মাথায় এখন ঘুরছে। আসলেই তো তাই! এ রকম ভাবনা সচরাচর লেখায় যেমনটা তুলে ধরা যায় তার চেয়েও ভালোভাবে বোঝানো যায় আঁকায়। যেমনটা দেখতে পাওয়া গেল উন্মাদ মাল্টিমিডিয়া কিংডম কার্টুন প্রদর্শনীতে।

নতুন বছর নিয়ে রম্য ম্যাগাজিন ‘উন্মাদ’ আয়োজন করেছে দারুণ এক কার্টুন প্রদর্শনীর। নতুন বছর ঘিরে নিজেদের নানান ভাবনা প্রকাশ করেছেন কার্টুনিস্টরা। ২০২৩ সালকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো নিয়ে নানা আঙ্গিকের কার্টুন দেখা পাবে এই প্রদর্শনীতে। পাশাপাশি রয়েছে রাজনৈতিক আর কুসংস্কার নিয়ে কার্টুন। কার্টুনে উঠে এসেছে ফিলিস্তিন-ইসরায়েলের যুদ্ধচিত্র। উন্মাদের সম্পাদক আহসান হাবীব, কার্টুনিস্ট মেহেদি হকসহ দেশের জনপ্রিয় কার্টুনিস্টদের আঁকা কার্টুনের পাশাপাশি আছে নতুন শিল্পীদেরও আঁকা। সব মিলিয়ে ঘুরে দেখার মতো এক আয়োজন চলছে। প্রদর্শনীটি চলছে মিরপুরের ঋদ্ধি গ্যালারিতে। গত শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। মেট্রোরেলে চেপে ঘুরে আসতে পারো বছর শেষের উন্মাদনায় ভরপুর ‘উন্মাদ’ কার্টুন প্রদর্শনীতে!

ঠিকানা: মিরপুর ১১ নম্বর সেকশনের ব্লক-ডি, রোড-৯, বাড়ি-২ (ঋদ্ধি গ্যালারি)