ঘণ্টায় ১১০০ গাছ জড়িয়ে ধরে বিশ্ব রেকর্ড

গাছ জড়িয়ে আছেন আবুবকরগিনেস ওয়ার্ল্ড রেকর্ড

গাছকে আলিঙ্গন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লিখিয়েছেন ঘানার এক সমাজকর্মী ও বন বিভাগের শিক্ষার্থী। এক ঘণ্টায় সবচেয়ে বেশি গাছকে জড়িয়ে ধরার রেকর্ড করেছেন ২৯ বছর বয়সী আবুবকর তাহিরু। তিনি মোট ১ হাজার ১২৩টি গাছকে ১ ঘণ্টার মধ্যে আলিঙ্গন করতে সক্ষম হয়েছেন। অর্থাৎ প্রতি মিনিটে তিনি প্রায় ১৯টি গাছকে জড়িয়ে ধরেছেন।

ঘানার টেপা অঞ্চলের কৃষিপ্রধান এলাকায় বেড়ে ওঠেন আবুবকর। এখানেই ছোলেবেলা থেকে প্রকৃতির প্রতি আগ্রহ বাড়তে থাকে তাঁর।

ঘানায় পড়াশোনা শেষে আবুবকর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রের আলাবামাতে। এই রাজ্যের চারটি জাতীয় বনের একটি টাস্কগি ন্যাশনাল ফরেস্টে এই রেকর্ড তৈরির চেষ্টা করেন।

রেকর্ড তৈরির শর্তের মধ্যে ছিল, দুই হাত দিয়ে একটি গাছকে পুরোপুরি জড়িয়ে ধরতে হবে। কোনো গাছের ক্ষতি করা যাবে না, প্রতিটি গাছকে জড়িয়ে ধরা যাবে না একবারের বেশি।

আবুবকর বলেন, ‘রেকর্ড তৈরির চেষ্টার সবচেয়ে কঠিন অংশ ছিল এক গাছ থেকে আরেক গাছে দ্রুত সরে যাওয়া এবং নিশ্চিত করা যে প্রতিটি আলিঙ্গনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়েছে। কারণ, একটি গাছকে দ্বিতীয়বার আলিঙ্গন করা বেশ ক্লান্তিকর বলে মনে হয়েছিল।’

রেকর্ড তৈরির চেষ্টার সময় পবিত্র রমজান মাসের রোজা রাখার ফলে তিনি পানি পান করতে পারেননি, যা তাঁর রেকর্ডের প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলেছিল।

এই রেকর্ড তৈরির পর আবুবকর এখন টেকসই অনুশীলনের উন্নয়নে এবং টেকসই প্রকল্পের প্রচারের জন্য পরিবেশ সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা করে বনায়ন তৈরিতে আরও বেশি যুক্ত হওয়ার পরিকল্পনা গ্রহণ করেছেন।

আরও পড়ুন