অনলাইনে কিআড্ডায় অংশ নিতে চাইলে
কিশোর আলোর পাঠক সারা দেশে ছড়িয়ে আছে। তবে কিআ কার্যালয় ঢাকায় হওয়ায় মাসিক ‘কিআড্ডা’–তে এত দিন মূলত ঢাকার পাঠকেরাই অংশ নিতে পারত। ব্যান্ড সদস্য ও গুণীজনদের নিয়ে আয়োজিত এ আড্ডায় ঢাকার বাইরের পাঠকদের নিয়মিত অংশগ্রহণ করাটা বেশ কঠিন ছিল। বিভিন্ন চিঠি ও ই–মেইলে ঢাকার বাইরের পাঠকেরা বারবার অভিযোগ করেছে, কেন কিশোর আলো তাদের শহরে যাচ্ছে না? কেন তারা আড্ডায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না। এ সমস্যার সমাধান হিসেবে কয়েকজন পাঠক অনলাইনে আড্ডার আয়োজন করার প্রস্তাব দেয়।
প্রস্তাবটি কিশোর আলোর পছন্দ হয়েছে। এবার ঢাকার বাইরের পাঠকদের জন্য কিশোর আলো আয়োজন করেছে ‘অনলাইন কিআড্ডা’। ২১ জুন গুগল মিটে এই অনলাইন কিআড্ডার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। আড্ডায় অংশ নিয়েছেন কিশোর আলোর সহকারী সম্পাদক আদনান মুকিত, জ্যেষ্ঠ সহসম্পাদক আহমাদ মুদ্দাসসের ও ইভেন্ট কো–অর্ডিনেটর নওশিন শারমীন।
আড্ডায় পাঠকেরা দারুণ সব প্রশ্ন করেছে। গল্প লেখার অনুপ্রেরণা নিয়ে এক পাঠকের প্রশ্নের উত্তরে আদনান মুকিত বলেন, ‘তোমার চারপাশের গল্প, তোমার জীবনের সঙ্গে যা জড়িয়ে আছে, তার সঙ্গে তোমার কল্পনা জুড়ে দাও। গল্প হয়ে যাবে।’ কিআ সম্পাদক আনিসুল হক বা কোনো ব্যান্ড সদস্যের অংশগ্রহণের বিষয়ে পাঠক জানতে চাইলে আদনান মুকিত জানান, আগামী দিনে আড্ডায় তাঁদের থাকার সম্ভাবনা আছে।
এখন থেকে প্রতি মাসেই কিশোর আলো অনলাইনে একটি আড্ডার আয়োজন করবে। ফলে দেশের যেকোনো প্রান্তের পাঠক খুব সহজে কিশোর আলোর সঙ্গে যুক্ত হতে পারবে। এর পাশাপাশি কিআ কার্যালয়ে অফলাইন আড্ডা তো থাকছেই। অনলাইন কিআড্ডায় অংশ ক্লিক করো: