সুপারহিরোদের সভা

কিআড্ডাছবি: আব্দুল ইলা

ব্যাটম্যান, সুপারম্যান, স্পাইডার–ম্যান কিংবা আয়রন ম্যানের মতো সুপারহিরোরা কোনো না কোনো কাল্পনিক জাদুকরি ক্ষমতার অধিকারী। কিন্তু বাস্তবে সুপারহিরো তারাই, যারা ভালো কাজ করে আর ভালো কাজ করার স্বপ্ন দেখে। সত্যিকার সুপারহিরোদের নিয়েই ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে কিশোর আলোর ৯১তম মাসিক সভা। ২০২৪ সালের প্রথম কিআড্ডার শুরুতেই পাওয়া যায় একটি সুসংবাদ। কিশোর আলোর প্রদায়ক আব্দুল ইলা সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন। তাঁর এই দুর্দান্ত সাফল্য কেক কেটে উদ্‌যাপন করেছেন সভায় উপস্থিত সবাই। এ ছাড়া গল্প-গানে আড্ডার আসর মাতানোর জন্য এসেছিলেন সংগীতশিল্পী সাহস মোস্তাফিজ, অরণ্য আকোন ও মনিফা মোস্তাফিজ ।

সাঁতরে সেন্ট মার্টিনে পৌঁছানোর গল্প নিয়ে আব্দুল ইলা

কিশোর আলোর প্রদায়ক, স্বেচ্ছাসেবক ও আলোকচিত্রী আব্দুল ইলার অনেক গুণ। এবার তিনি বাংলা চ্যানেল পাড়ি দিয়ে সাঁতারু হিসেবেও চমকে দিলেন সবাইকে। কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটারের একটি সমুদ্রপথের নাম বাংলা চ্যানেল। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্তের সাঁতারুরা এই জলপথ জয় করার উদ্দেশ্যে পাড়ি দেন সাগর। ২০২৩ সালের ২৮ ডিসেম্বর ‘১৮তম বাংলা চ্যানেল সাঁতার’-এ অংশ নিয়ে বাংলা চ্যানেল জয় করেছেন আব্দুল ইলা। জানুয়ারি মাসের কিআড্ডায় সাগরে সাঁতার কাটার অভিজ্ঞতা জানিয়েছেন তিনি। অনেক বছর ধরে তিনি সাঁতারের সঙ্গে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইয়ের থেকে অনুপ্রাণিত হয়ে বাংলা চ্যানেল জয় করার প্রস্তুতি নেওয়া শুরু করেন ইলা। ঢাকায় ঘণ্টার পর ঘণ্টা সাঁতার অনুশীলন করার অভ্যাস ছিল তাঁর। কিন্তু সমুদ্রে সাঁতার কাটতে নামার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। এমনকি তিনি কখনো নদীতেও সাঁতার কাটেননি।

আব্দুল ইলার বাংলা চ্যানেল জয় করা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন অনেকেই। কিন্তু তিনি নিজের ওপর বিশ্বাস রেখে পরিশ্রম করেছেন, জয় করেছেন বাংলা চ্যানেল। এখন স্বপ্ন দেখছেন সামনে আরও কয়েকবার বাংলা চ্যানেল জয় করার।

মার্ভেলময় আলোচনা

কিশোর আলোর ২০২৪ সালের জানুয়ারি সংখ্যা করা হয়েছে মার্ভেল কমিকস ও সিনেমার ওপর ভিত্তি করে। এই সংখ্যার পেছনে বিশেষ ভূমিকা ছিল তিনজন লেখকের। মার্ভেলের দুনিয়া নামের এই সংখ্যার লেখক শিবলী বিন সারওয়ার, উচ্ছ্বাস তৌসিফ ও মৃণাল সাহা উপস্থিত ছিলেন জানুয়ারি মাসের কিআড্ডায়। মার্ভেলের সুপারহিরো চরিত্রদের নিয়ে সিনেমা বানানো শুরু হয় কীভাবে, তা নিয়ে কথা বলেন শিবলী বিন সারওয়ার। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর কমিকবিষয়ক কনফারেন্সে প্রথম মার্ভেলের কমিকস থেকে সিনেমা তৈরির ঘোষণা দেওয়া হয়েছিল। উচ্ছ্বাস তৌসিফ জানান, এই সংখ্যার সব পাঠক যে মার্ভেল–ভক্ত হবে, এমন নয়। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স বিশ্বজুড়ে অনেক জনপ্রিয়। তাই মার্ভেলের ব্যাপারগুলোর সঙ্গে খানিকটা পরিচিত হওয়ার জন্য এই সংখ্যা সাহায্য করতে পারে। সুপারহিরো আর হিরোর মধ্যে তফাত নিয়ে কথা বলেন মৃণাল সাহা । তিনি বলেন, সুপারহিরো আর হিরোর মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। সুপারহিরোদের ক্ষমতার থেকে বেশি তাদের সদ্‌গুণের ভক্ত হওয়া উচিত সবার। কারণ, বিশেষ ক্ষমতা তো সুপারভিলেনদেরও থাকে। কিন্তু সবাই হিরোদের পছন্দ করে তাদের ভালো চরিত্রের জন্য। কিআর মার্ভেল সংখ্যা থেকে কুইজ হয়েছে এবার। এই কুইজে বিজয়ীদের জন্য উপহার হিসেবে ছিল সেভয়ের তরফ থেকে আইসক্রিমভর্তি বাক্স। এ ছাড়া বরাবরের মতো সবার জন্য একটি করে আইসক্রিম ছিলই।

আড্ডা-গানে তিন গায়কের সঙ্গে পরিচয়

সংগীতশিল্পী সাহস মোস্তাফিজ, অরণ্য আকোন ও মনিফা মোস্তাফিজ অতিথি হিসেবে এসেছিলেন কিশোর আলোর শিশু–কিশোরদের মাঝে। নিরঞ্জন নামের এক বন্ধুর কথা স্মরণ করে গানের সুরে মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার কথাও বলেছেন তিনি।

শীতের সন্ধ্যায় তিন সংগীতশিল্পীর সঙ্গে গলা মিলিয়ে গান করে কিআড্ডায় উপস্থিত সবাই। হয়েছে গল্পসল্প, মজার খেলাও। আনন্দ হয়েছে ভরপুর!