খাবার পৌঁছে দেবে রোবট

ঢাকা শহরে অর্ডার করলেই খাবার বাসায় পৌঁছে যায়। সেই খাবার দরজায় পৌঁছে দেয় আমাদের মতোই কোনো মানুষ। কিন্তু এখন বাসায় খাবার পৌঁছে দেবে রোবট। যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরের নির্দিষ্ট এলাকায় এ রোবটের সাহায্যে খাবার সরবরাহ শুরু করেছে উবার ইটস। ছোট এ রোবট তৈরি করেছে কার্টকেন নামের একটি প্রতিষ্ঠান। অ্যাপ থেকে নির্দিষ্ট খাবার অর্ডার করলেই রোবট রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে পৌঁছে যাবে ক্রেতার দরজায়। খাবার পৌঁছে দেওয়ার জন্য সার্ভ রোবোটিকসের রোবট ব্যবহার করছে কার্টকেন।

সূত্র: ম্যাশেবল