সত্যিই কি নিজের শৈশবের প্রাথমিক বিদ্যালয় ভেঙে দিলেন এই তুর্কি অভিনেতা?

ছবি: চালার এরতুরুলের ইনস্টাগ্রাম থেকে

তুরস্কের জনপ্রিয় অভিনেতা চালার এরতুরুল একটি প্রাথমিক বিদ্যালয়ের ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে কয়েকটি ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে, যা নিয়ে দেশটিতে দেখা দিয়েছে ব্যাপক বিতর্ক।

বিতর্কের শুরু হয় তুর্কি অভিনেতা এরতুরুল তাঁর ইনস্টাগ্রামে একটি ভবনের ধ্বংসাবশেষের সামনে দাঁড়িয়ে নিজের ছবি পোস্ট করলে। এটি পূর্বে একটি প্রাথমিক বিদ্যালয় ছিল বলে ধারণা করা হচ্ছে। বিখ্যাত তুর্কি সিরিজ 'দ্য অর্গানাইজেশন'-এ মূল চরিত্রে অভিনয় করা এরতুরুল ছবি পোস্ট করে জানান, তিনি তাঁর শৈশবের প্রাথমিক বিদ্যালয়টি কিনে নিয়ে তা ধ্বংস করে দিয়েছেন। তিনি আরও বলেন যে, এই কাজটি তিনি করেছেন ছোটবেলায় তাঁর যে শিক্ষকেরা তাঁকে স্কুল চলার সময়ে মারধর করেছিল, তার প্রতিশোধ নিতে।

তুর্কি অভিনেতার এই পোস্টটি সঙ্গে সঙ্গে বেশ বিতর্কের জন্ম দেয়। এটি নিয়ে ইন্সটাগ্রামে করা হয় হাজার হাজার মন্তব্য। এই অভিনেতার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ৩ মিলিয়নেরও বেশি।

আরও পড়ুন

কঠোর সমালোচনার মুখে পড়ে এলতুরুল তাঁর ইনস্টাগ্রাম থেকে কিছু মন্তব্য সরিয়ে ফেলতে বাধ্য হন। তবে তিনি ছবিগুলো সরিয়ে নেননি বা সেগুলো নিয়ে বিস্তারিত কিছু বলেননি।

তুর্কি গণমাধ্যম থেকে জানা যায়, তুর্কি অভিনেতা তাঁর দর্শকদের হাসাতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা করতে ব্যর্থ হন।

গণমাধ্যমের মতে, এরতুরুল আসলে স্কুলটি কেনেননি বা ভেঙেও দেননি। কিন্তু তিনি আসলেই তাঁর প্রাথমিক বিদ্যালয়ের ভবনের সামনে উপস্থিত হয়েছিলেন, যেটি সম্ভবত গত বছর ফেব্রুয়ারি মাসে তুরস্কে আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পের ফলে ধ্বংস হয়ে গিয়েছিল। সেই ধ্বংসাবশেষের সামনে কয়েকটি ছবি তুলেছিলেন এরতুরুল।

তবে বেশ কিছুদিন ধরে কঠোর সমালোচনার সম্মুখীন হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত এই বিখ্যাত অভিনেতার কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।