চাঁদে প্রথম নারী

২০২৫ সালে চাঁদে প্রথবারের মতো নারী নভোচারী পাঠাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ১৯৬৯ সালে নাসা চাঁদে প্রথম মানুষ পাঠায়। ১৯৭২ সাল পর্যন্ত ৬টি অ্যাপোলো মিশনে ১২ জন নভোচারী চাঁদের মাটিতে পা রেখেছেন। তাঁদের মধ্যে সবাই ছিলেন পুরুষ। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালে আর্টেমিস ৩ মিশনে চাঁদের মাটিতে পা রাখবেন একজন নারী। কিন্তু কে সেই সৌভাগ্যবতী, তা এখনো জানায়নি নাসা। তবে ২০২০ সালের ডিসেম্বর মাসে আর্টেমিস মিশনের জন্য নাসা নভোচারীদের দল ঘোষণা করেছিল। সেই দলে ছিলেন ৯ নারী নভোচারী। তাঁরা হলেন—কাইল ব্যারন, ক্রিস্টিনা কোচ, নিকোল মান, অ্যানি ম্যাকক্লেইন, জেসিকা মেয়ার, জেসমিন মোঘবেলি, কেট রুবিনস, জেসিকা ওয়াটকিনস ও স্টেফানি উইলসন। তাঁদের মধ্য থেকেই হয়তো একজন চাঁদে ভ্রমণ করবেন। আর্টেমিস মিশনের ৯ নারী সদস্যের সঙ্গে ৯ পুরুষ সদস্যের নামও ঘোষণা করেছে। শেষ পর্যন্ত কে যাবেন চাঁদে, সেটা কিছুদিনের মধ্যেই জানা যাবে। উল্লেখ্য, আর্টেমিস মিশনে উৎক্ষেপণের মূল দায়িত্বেও থাকবেন একজন নারী-ব্লাকওয়েল থম্পসন। সূত্র: নাসা