শরীরের ক্ষত সারবে আগের চেয়ে তিন গুণ দ্রুত

ক্ষত সারবে আগের চেয়ে তিন গুণ দ্রুতছবি: গেটি ইমেজেস

খেলতে গিয়ে বা হোঁচট খেয়ে মাঝেমধ্যে হাত, পা কিংবা শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। তারপর ধীরে ধীরে আবার সেরেও ওঠে। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি এমন একটি বায়োচিপ আবিষ্কার করেছেন, যার সাহায্যে কাটা স্থান সেরে উঠবে আগের চেয়ে তিন গুণ দ্রুত। বায়োচিপটি তৈরি করেছেন জার্মানের ফ্রাইবাগ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাঁরা আশা করছেন, এটি ডায়াবেটিক, ফুট আলসার ও অন্যান্য জটিল ক্ষত নিরাময়েও কার্যকর হবে। পাশাপাশি বয়স্ক ব্যক্তিরাও এই প্রযুক্তি ব্যবহার করে বিশেষ সুবিধা পেতে পারেন। কারণ, বয়স্কদের ক্ষত স্থান সারতে তুলনামূলক বেশি সময় লাগে। এতে তাঁরা নানা সমস্যার সম্মুখীন হন। এই প্রযুক্তি বাজারে এলে বয়স্কদের ক্ষতস্থান সেরে উঠবে আগের চেয়ে তিন গুণ দ্রুত।