২০২৫ সালে দেখা যাবে না শনির বলয়

সৌরজগতের গ্রহগুলো নিয়ে তোমার কোনো আগ্রহ না থাকলেও অন্তত একটি গ্রহকে তুমি দেখলেই চিনতে পারবে। শনি গ্রহ। এই গ্রহের একটি বিশেষত্ব আছে। গ্রহটির চারপাশে আছে রিং বা বলয়। শনিসহ মোট চারটি গ্রহের এরকম বলয় আছে। তবে বাকি তিনটির বলয় শনির মতো এরকম স্পষ্ট দেখা যায় না। কিন্তু দেখা না গেলেও বৃহস্পতি, ইউরেনাস ও নেপচুনের বলয় আছে। শনির এই শক্তিশালী বলয় টিকে থাকার কথা আরও ১০ কোটি বছর। তবে এখনই কেন বলয় উধাও হয়ে যাবে?

আরও পড়ুন

আসলে বলয় ঠিক উধাও হবে না। বরং আড়ালে চলে যাবে। শনি গ্রহ পৃথিবীর সাপেক্ষে ৯ ডিগ্রি কোণে হেলে থাকে। ফলে শনির বলয় দেখতে কোনো অসুবিধা হয় না। কিন্তু ২০২৪ ও ২৫ সালের মধ্যে হেলে থাকা কোণের মান হবে ৩ দশমিক ৭ ডিগ্রি। এতেই তৈরি হবে দৃষ্টিভ্রম। মনে হবে, শনির বলয় উধাও হয়ে গেছে। তবে ভয়ের কারণ নেই। ২০৩২ সালে শনি গ্রহ পৃথিবীর সাপেক্ষে ২৭ ডিগ্রি কোণে হেলে থাকবে। তখন অবশ্য এখনকার চেয়েও ভালোভাবে দেখা যাবে শনির বলয়। আর চিরতরে শনির বলয় উধাও হতে আসলেই প্রায় ১০ কোটি বছর লেগে যাবে।