৭টি মজার তথ্য

জিরাফের জিহ্বার দৈর্ঘ্য প্রায় ২০ ইঞ্চি।
জার্মান চকলেট কেকের জন্ম জার্মানিতে নয়, যুক্তরাষ্ট্রের টেক্সাসে। ১৮৫২ সালে স্যাম জার্মান নামের এক মার্কিন নাগরিক এই কেক আবিষ্কার করেন।
সোনা খুবই মূল্যবান হলেও, পৃথিবীর কেন্দ্রে এত সোনা আছে যে সেগুলো দিয়ে পুরো পৃথিবীকে ঢেকে দেওয়া যাবে।
আর্সেনিকের হাত থেকে এখন সবাই বাঁচতে চাইলেও একসময় ত্বকের সৌন্দর্যবৃদ্ধিতে মানুষ প্রসাধন হিসেবে আর্সেনিক ব্যবহার করত।
যুক্তরাষ্ট্রের বর্তমান পতাকার নকশা করেছিল বব হেফট নামের হাইস্কুলে পড়ুয়া এক কিশোর। পতাকাটি এঁকে বব পরীক্ষায় বি মাইনাস গ্রেড পেয়েছিল। পরবর্তী সময়ে তাঁর আঁকা পতাকা জাতীয় পতাকা হিসেবে স্বীকৃতি পাওয়ায় শিক্ষকেরা ববের গ্রেড পরিবর্তন করে এ (A) দিয়েছিলেন।
জাপানে প্রতি ৪০ জন মানুষের জন্য একটি ভেন্ডিং মেশিন রয়েছে।
বিড়াল দুধ খেতে পছন্দ করলেও পূর্ণবয়স্ক বিড়াল আসলে দুধ হজম করতে পারে না।

সূত্র: রিডার্স ডাইজেস্ট