বিয়ার গ্রিলস কি সত্যিই লুঙ্গি পরেছেন

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এই ছবিতে বিয়ার গ্রিলসকে লুঙ্গির মতো একধরনের পোশাক পরে থাকতে দেখা যায়
ছবি: বিয়ার গ্রিলসের টুইটার থেকে

‘বিয়ার গ্রিলস’, বিশ্বজুড়ে অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে এক অতি পরিচিত নাম। জনপ্রিয় শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’খ্যাত এই তারকা প্রায় দুই দশক ধরে দর্শকদের উপহার দিয়ে আসছেন রোমহর্ষ সব অ্যাডভেঞ্চারের গল্প। তবে সম্প্রতি তিনি বাংলাদেশ ও ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন একটু ভিন্ন কারণেই। বলা হচ্ছে, বিয়ার গ্রিলস নাকি লুঙ্গি পরেছেন! আর তা নিয়ে আনন্দের শেষ নেই বাঙালিদের!

গত ২৫ জুন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ও ফেসবুকে নিজের ভেরিভায়েড অ্যাকাউন্ট থেকে একটি ছবি শেয়ার করেন বিয়ার গ্রিলস, যেখানে তাঁকে লুঙ্গির মতো একধরনের পোশাক পরে থাকতে দেখা যায়। অভিনব সাজের এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘স্কটিশ. অ্যাডভেঞ্চার শো@RunningWildwBG–এর একটি খণ্ডচিত্র, যা শিগগিরই আসছে। আপনারা কি অনুমান করতে পারেন আমার সঙ্গে অতিথি হিসেবে কে থাকছেন?’। ভাইরাল হওয়া এই ছবি শুধু ফেসবুক থেকেই অর্জন করে প্রায় ৪ লাখ লাইক ও অন্যান্য রিঅ্যাকশন, সেই সঙ্গে ভক্তদের কাছ থেকে কুড়িয়ে নেয় প্রায় ১৬ হাজার কমেন্ট। সেই কমেন্ট বক্সে দেশি ভক্তরা বিয়ারের লুঙ্গিসহ নতুন রূপ নিয়ে ব্যাপক আগ্রহ প্রকাশ করেন। এমনই একজন ভক্ত লিখেছেন, ‘অবশেষে লুঙ্গিতে দেখে ভালো লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘লুঙ্গি ম্যান!’।

তবে কি সত্যিই লুঙ্গি পরলেন বিয়ার গ্রিলস? বেশির ভাগ দেশি ভক্ত একে লুঙ্গি মনে করলেও বিষয়টি কিন্তু তা নয়। বিয়ারের এ ছবি তোলা হয়েছে স্কটল্যান্ডের পাহাড়ি অঞ্চল স্কটিশ হাইল্যান্ডসে। আট অতিথিকে সঙ্গে করে নতুন সব দুঃসাহসিক অভিযান ঘিরে তৈরি সিরিজ ‘রানিং ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস: দ্য চ্যালেঞ্জ’ নিয়ে আগাম বার্তা জানাতেই গ্রিলস আপলোড করেন এ ছবি। এই অভিযানে নাকি স্কটিশ হাইল্যান্ডসের মধ্য দিয়ে ট্রেকিংও করবেন তিনি। আর ধারণা করা হচ্ছে, এ কারণেই বিয়ার গ্রিলস পোশাক হিসেবে বেছে নিয়েছেন স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী কিল্টকে, যা দেখতে অনেকটাই লুঙ্গির মতো।

বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কটিশ পুরুষেরা টার্টান পরিধান করে থাকেন

স্কটিশ কিল্ট একধরনের পোশাক, যাকে হাঁটু অবধি স্কার্টের সঙ্গে তুলনা করা যায়। সাধারণত, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কটিশ পুরুষেরা এই পোশাক পরিধান করে থাকেন। এই কিল্ট বা স্কার্ট যে কাপড় দিয়ে তৈরি করা হয়, তার নাম টার্টান। টার্টানের বেশ কিছু বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো, এই কাপড় খুব রঙিন হয়ে থাকে। রঙিন কাপড়ের ওপর বিভিন্ন রঙের অনুভূমিক ও উল্লম্ব রেখার প্যাটার্ন দিয়ে বোনা হয় এ পোশাক। এই রেখাগুলোকে একত্রে ‘সেট’ বলে। এখন অবধি প্রায় সাত হাজার ইউনিক প্যাটার্নের টার্টান আছে বলে জানা গেছে—এমনকি ওবামা থেকে শুরু করে হ্যালো কিটি, প্রত্যেকরই রয়েছে নিজস্ব টার্টান।

নামে ভিন্নতা থাকলেও এই টার্টান বা কিল্ট কিন্তু অনেকটা লুঙ্গির মতোই দেখতে। শুধু তা–ই নয়, পরিধানের উপায়ও সেই লুঙ্গির মতো। আর তাই অ্যাডভেঞ্চারপ্রেমী বিয়ার গ্রিলস লুঙ্গি পরুন আর না পরুন, অন্তত লুঙ্গির মতো প্যাঁচ দিয়ে টার্টান পরায় বাঙালিদের মধ্যে যে আনন্দ কাজ করছে, তা কিন্তু মোটেও উড়িয়ে দেওয়ার মতো নয়!