বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর প্রতিষ্ঠা

জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ০৫ এপ্রিল ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
  • ব্রিটিশ জাদুঘর বিশ্বের সবচেয়ে বড় জাদুঘরগুলোর মধ্যে একটি। পৃথিবীতে এ পর্যন্ত যত সংস্কৃতির মানুষ রয়েছে, তাদের প্রায় আট মিলিয়ন নিদর্শন সংরক্ষণ করে রেখেছে ব্রিটিশ মিউজিয়াম। বলা হয়ে থাকে, ১৭৫৩ সালের আজকের এই দিনে ব্রিটিশ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। যার অবস্থান ইংল্যান্ডের লন্ডন শহরে। শুরুতে জাদুঘরটি পদার্থবিজ্ঞানী স্যার হ্যান্স স্লোয়েনের সংগ্রহ করা একাত্তর হাজার নিদর্শন ও জিনিসপত্র দ্বারা সাজানো হয়। ১৭৫৩ সালে পর্দা উঠলেও ১৭৫৯ সালে সবার জন্য এই জাদুঘরের দরজা খোলে। প্রথম দিকে জনসাধারণ স্বল্প সময়ের জন্য টিকিট কেটে জাদুঘরটি ঘুরে দেখতে পারতেন। ১৮০০ সাল থেকে সেটি দীর্ঘ সময় দেখার সুযোগ দেওয়া হয়। বর্তমানে প্রতিবছর এই জাদুঘর ঘুরে দেখেন ছয় মিলিয়ন মানুষ। আসবে না–ই বা কেন? ব্রিটেনের পাশাপাশি গ্রিস, মিসর, রোম, চীন—কিসের নিদর্শন নেই এখানে!

  • ১৯৬৪ সালের আজকের এই দিনে একই শহরে অর্থাৎ লন্ডনে প্রথম চালকবিহীন স্বয়ংক্রিয় পাতাল রেল চালু হয়।

  • এ ছাড়া ১৯৯৫ সালের আজকের এই দিনে জার্মানির বার্লিনে জাতিসংঘের প্রথম জলবায়ু–সংক্রান্ত সম্মেলন বা কপ-১ অনুষ্ঠিত হয়।