যে কারণে এই দুই বিজ্ঞানী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন

২০২৩ সালের চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। সুইডেন থেকে বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে নোবেল কমিটি বিজয়ীদের নাম ঘোষণা করে। এ বছর চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরীয় বিজ্ঞানী ক্যাতালিন ক্যারিকো এবং মার্কিন বিজ্ঞানী ড্রু ওয়াইজম্যান। নিউক্লিওসাইড বেজ পরিবর্তনবিষয়ক আবিষ্কারের জন্য চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন। তাঁদের আবিষ্কারের কারণে কোভিড-১৯–এর বিরুদ্ধে কার্যকর এমআরএনএ ভ্যাকসিনের বিকাশ সম্ভব হয়েছে। কোভিড-১৯ প্রতিরোধে কার্যকর এমআরএনএ ভ্যাকসিন তৈরির জন্য প্রয়োজনীয় নিউক্লিওটাইড বেস মডিফিকেশন বা পরিমার্জনের পদ্ধতি আবিষ্কারের করেন তাঁরা। এ কারণে পুরস্কার পেয়েছেন বলে জানিয়েছে নোবেল কমিটি।

প্রতিবছর বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে বিশেষ অবদানের জন্য ছয় ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় জয়ী ব্যক্তিদের নাম ঘোষণা। পুরস্কারগুলোর মধ্যে নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় নরওয়ে থেকে। বিজ্ঞান, সাহিত্য ও অর্থনীতির মতো পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়।

ক্যাতালিন ক্যারিকো
হাঙ্গেরীয় বিজ্ঞানী ক্যাতালিন ক্যারিকো, চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার। জন্ম: ১৭ জানুয়ারি ১৯৫৫, সোলনক, হাঙ্গেরি। কর্মক্ষেত্রে: সেগেড ইউনিভার্সিটি, হাঙ্গেরি এবং ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র।
ড্রু ওয়াইজম্যান
মার্কিন বিজ্ঞানী ড্রু ওয়াইজম্যান, চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার। জন্ম: ১৭ সেপ্টেম্বর ১৯৫৯, এমএ, যুক্তরাষ্ট্র। কর্মক্ষেত্র: ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র।
টমাস পার্লম্যান

নিয়ম অনুযায়ী নোবেল ঘোষণার কিছুক্ষণ আগে বিজয়ীরা নোবেল কমিটির পক্ষ থেকে ফোনকল পান। নোবেল পুরস্কারের চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্ববিষয়ক কমিটির সেক্রেটারি টমাস পার্লম্যান বিজয়ীদের ফোন করে সুখবর জানান। এরপর ব্রেকিং নিউজ হিসেবে নোবেল কমিটি বিজয়ীদের নাম ঘোষণা করেন।

নোবেলজয়ী বিজ্ঞানীরা প্রত্যেকে পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদ এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা দুই বিজ্ঞানীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। একই বিভাগে একাধিক নোবেলজয়ী থাকলে তাঁদের মধ্যে এই অর্থ ভাগ হয়ে যায়। বর্তমান বাজারমূল্য অনুযায়ী যার মান প্রায় ১০ লাখ ৭ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ১১ কোটি ১৩ লাখ টাকা!