বাতিটি জ্বলছে ১২০ বছর ধরে। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্যি। বাতিটির নাম ‘সেন্টিনিয়াল লাইট’ বা ‘শতবর্ষী আলো’। বাল্বটি ৩০ বা ৬০ ওয়াটের ছিল। এখন ঠিক নিশ্চিত করে বলা যায় না। তবে লাইটের আলো অনেক ম্লান হয়ে গেছে। ১৯৭২ সালেই বাতিটি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম বাতি হিসেবে গিনেস বুকে নাম লেখিয়েছিল। এরপর পেরিয়ে গেছে আরও ৫০ বছর। এখনো জ্বলছে বাতিটি। ১৯০১ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লিভারমোর ফায়ার সার্ভিস স্টেশনে লাগানো হয়েছিল এটি। বাতিটি কার্বন ফিলামেন্টের তৈরি। মাঝে কয়েকবার লোডশেডিংয়ের কারণে বন্ধ হয়েছিল। তবে এখন সেই সমস্যাও নেই। বর্তমানে বাতিটিতে আছে ব্যাটারির ব্যাকআপ সংযোগ। ফলে বাতিটি জ্বলছে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা করেই। বাতিটি মূলত লাগানো হয়েছিল অন্ধকার ঘরে ফায়ার সার্ভিসের কর্মীদের সরঞ্জাম খুঁজে পাওয়ার জন্য। তাই বাতিটিকে কখনো বন্ধ করার প্রয়োজন পড়ত না। অবশ্য ১৯৭৬ সালে বাতিটি লিভারমোরেরই আরেকটি ফায়ার সার্ভিস স্টেশনে স্থানান্তর করা হয়। ঐতিহাসিক ওই বাতি দেখতে বিভিন্ন দেশ থেকে পর্যটকেরা আসেন।