যে ১০ প্রাণী শুধু অস্ট্রেলিয়ায় দেখা যায়

অনন্য ও বিচিত্র পশুপাখির আবাসস্থল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া একই সঙ্গে একটি দেশ ও মহাদেশ। এখানে ৮০ শতাংশের বেশি অনন্য উদ্ভিদ ও প্রাণীর বসবাস, যা বিশ্বের আর কোথাও নেই। অস্ট্রেলিয়ার ভূমির গঠন, জলবায়ু ও পরিবেশের জন্য এই দেশেই শুধু প্রাণীগুলো বাস করে। আজ এমন ১০টি প্রাণীর কথা বলব।

ক্যাঙারু

ক্যাঙারু
ছবি: জেসন মুর

যখন আমরা অস্ট্রেলিয়ার বন্য প্রাণীর কথা শুনি, তখন আমাদের মাথায় প্রথমেই আসে ক্যাঙারুর নাম। ক্যাঙারু অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী। অস্ট্রেলিয়ার ঝোপঝাড় ও ঘাসযুক্ত এলাকা, উপকূলরেখার সমুদ্রসৈকতে বা জনবিরল সমভূমির লাল বালুতে লাফিয়ে বেড়াতে দেখা যায় ক্যাঙারুদের।

ইমু

ইমু
ছবি: আশরাফুল আলম

অস্ট্রেলিয়ার বৃহত্তম পাখি ইমু। এটি অস্ট্রেলিয়ার জাতীয় পাখি। এরা উড়তে পারে না। এদের উচ্চতা প্রায় দুই মিটার। উটপাখির পর ইমুই সবচেয়ে লম্বা পাখি। অস্ট্রেলিয়ার স্কেরোফিল বন ও সাভানা বনভূমিতে এদের দেখতে পাওয়া যায়।

ক্যাসোওয়ারি

ক্যাসোওয়ারি
অস্ট্রেলিয়ান মিউজিয়াম

ডাইনোসর থেকে আসা ক্যাসোওয়ারি ‘পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পাখি’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। পাখিগুলো এদের শক্তিশালী পা ও পায়ের শক্ত লাথির জন্য বিখ্যাত। শিকারিদের হাত থেকে বাঁচতে আত্মরক্ষা বা পালানোর জন্য শক্তিশালী পা ব্যবহার করে এই পাখি। এরা উড়তে পারে না, তবে বেশ উঁচুতে লাফ দিতে পারে এবং দ্রুত দৌড়াতে পারে ক্যাসোওয়ারি।

কোয়ালা

কোয়ালা

কোয়ালা অস্ট্রেলিয়ার শান্তি ও সুরক্ষার প্রতীক হিসেবে পৃথিবীজুড়ে পরিচিত। গাছে বসবাসকারী এই স্তন্যপায়ী দিনে টানা ১৮ ঘণ্টা পর্যন্ত ঘুমায় এবং পুষ্টির জন্য ইউক্যালিপটাসগাছের পাতার ওপর নির্ভর করে। একটি মা কোয়ালা তার বাচ্চাকে জন্ম দেওয়ার পর ছয় মাস নিজের থলিতে রাখে। কোয়ালাদের জন্য সবচেয়ে বড় হুমকি হলো চাষের জন্য ঘাসের বন বা ভূমি পরিষ্কার করা এবং বুশফায়ার। ঘাসে আগুন লাগিয়ে জমি পরিষ্কার করলে কোয়ালার বসবাসের জায়গা ধ্বংস হয়।

ওমব্যাট

ওমব্যাট
ছবি: ব্রিটানিকা

কোয়ালার সবচেয়ে কাছের আত্মীয় হলো ওমব্যাট। অস্ট্রেলিয়ায় প্রচুর পরিমাণে দেখা যায় এদের। এই বলিষ্ঠ চারপেয়ে প্রাণীর শক্ত নখর গর্ত খুঁড়তে সাহায্য করে।

প্লাটিপাস

প্লাটিপাস
ফাইল ছবি: রয়টার্স

প্লাটিপাসকে কখনো কখনো হাঁসের ঠোঁটযুক্ত প্লাটিপাস নামেও ডাকা হয়। প্রায় ১০০ মিলিয়ন বছর ধরে পৃথিবীতে এর অস্তিত্ব রয়েছে। হাঁসের ঠোঁটের মতো ঠোঁট, বিবরের লেজের মতো লেজ এবং ভোঁদড়ের পায়ের মতো পা থাকায় প্লাটিপাস সবাইকে বিস্মিত করে।

একিডনা

একিডনা
ছবি: উইকিমিডিয়া কমন্স, গুঞ্জন পান্ডে

একিডনা উইপোকা ধরার জন্য তাদের লম্বা আঠালো জিহ্বা ব্যবহার করে। এরা ভয় পেলে মাটিতে গর্ত করে বলের মতো নিজেদের গুটিয়ে ফেলে। এতে বাহির থেকে শুধু তাদের ধারালো মেরুদণ্ড দেখা যায়। এই দাঁতহীন প্রাণী শান্ত জীবন পছন্দ করে। ক্যাঙারু দ্বীপ ও তাসমানিয়ায় এদের বেশি দেখা যায়।

তাসমানিয়ান ডেভিল

তাসমানিয়ান ডেভিল
ছবি: উইকিমিডিয়া কমন্স, জন হ্যারিসন

তাসমানিয়ান ডেভিলদের দেখতে পাওয়ার সেরা জায়গা তাসমানিয়ার চারপাশে গাড়ি চালানোর সময়। পশমের জন্য এদের শিকার করা হয়। শিকারের ফলে এখন এদের অস্তিত্ব হুমকির মধ্যে। তাসমানিয়ান ডেভিলরা হিংস্র স্বভাব, গর্জন ও শক্তিশালী কামড়ের জন্য পরিচিত।

কোওক্কা

কোওক্কা
ছবি: এক্স (টুইটার)

কোওক্কার আকার গৃহপালিত বিড়ালের সমান। এদের পুরোনো পেনাল কলোনিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। দেখা যায়, হয় এরা পাতা ঠোকরাচ্ছে, পেছনের পায়ে ভর দিয়ে ভারসাম্য ধরে রাখছে বা মনোযোগ দিয়ে সামনের দৃশ্য দেখছে। কোওক্কারা বন্ধুসুলভ হয়ে থাকে। এদের দেখে মনে হয় যে এরা সারাক্ষণই হাসছে।

১০

সুগার গ্লাইডার

সুগার গ্লাইডার
ছবি: উইলডারনেস সোসাইটি

সুগার গ্লাইডার অস্ট্রেলিয়ার গ্রীষ্মমণ্ডলীয় ও শীতল বনের বাসিন্দা। এরা গাছে বসবাস করে। সুগার স্লাইডারদের বৈশিষ্ট্য হলো, এদের হাতের কবজি থেকে পায়ের গোড়ালি পর্যন্ত বিস্তৃত নরম চামড়া ঝুলে থাকে, যার নাম প্যাটাজিয়াম। এক গাছ থেকে অন্য গাছে যেতে প্যারাসুটের মতো সাহায্য করে প্যাটাজিয়াম।

ফিচার থেকে আরও পড়ুন