অ্যাডভেঞ্চারের আদ্যোপান্ত

অ্যাডভেঞ্চার তো কতই আছে। স্কুবা ডাইভিং, স্কাই ডাইভিং, প্যারাট্রুপিং যেমন অ্যাডভেঞ্চার, তেমনি গাট্টি-বোঁচকা বেঁধে দুর্গম অঞ্চলে ঘুরতে যাওয়াও অ্যাডভেঞ্চার। আবার ফেলুদা কিংবা ব্যোমকেশের মতো রহস্য খুঁজে বেড়ানোও অ্যাডভেঞ্চার। মোট কথা, রোমাঞ্চকর সবকিছুই অ্যাডভেঞ্চারের দলভুক্ত।

ভ্রমণ কিংবা বই পড়া হচ্ছে ভালো নেশা। বাংলাদেশের মধ্যে ঘোরার জায়গা বলতে গেলে সবার আগে আসে সেন্ট মার্টিনের কথা। আরব বণিকেরা যখন পণ্য নিয়ে সওদা করতে যেত, তখন তারা এই দ্বীপে বিশ্রাম নিত বলে এর আরেক নাম ‘জাজিরা’ বা ‘নারিকেল জিনজিরা’। ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার থেকে বাসে করে টেকনাফে যেতে ১০-১৩ ঘণ্টা লাগবে। টেকনাফ থেকে সি-ট্রাকে করে সেন্ট মার্টিনের দূরত্ব ৪২ কিলোমিটার। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত জাহাজ পাবে। সেন্ট মার্টিন থেকে ৫ কিলোমিটার দক্ষিণে পায়ে হাঁটা পথে গেলে পড়বে প্রবালে ঘেরা ছেঁড়া দ্বীপ।

সেন্ট মার্টিনে চাইলে তুমি করতে পারো স্কুবা ডাইভিং ও স্নরকেলিং। তবে সাঁতারে ভালো হতে হবে অবশ্যই!

দর্শনীয় স্থান হিসেবে বলা যায় নেত্রকোনা জেলার বিরিশিরি উপজেলার সুসং দুর্গাপুরের কথা। এখানে রয়েছে বিজয়পুর চীনামাটির খনি, সুসং মহারাজদের রাজবাড়ি, রানীখং গির্জা, কমলা রানীর দিঘি, সোমেশ্বরী নদী। ঢাকার মহাখালী বাসস্টেশন থেকে ময়মনসিংহে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা বা বাসে করে যেতে পারো বিজয়পুরে। তারপর রিকশা বা মোটরসাইকেল ভাড়া করে সব ঘুরে দেখতে পারো।

বলা বাহুল্য, উল্লেখিত তিনটি জায়গা ছাড়াও বাংলাদেশে দেখার কোটি কোটি জায়গা রয়েছে।

চুপি চুপি একটা বুদ্ধি দিই শোনো। অ্যাডভেঞ্চারই একমাত্র নেশা, যে নেশায় তোমাকে ধরলে আব্বু-আম্মুর বকুনি খেতে হবে না, চোখের ডাক্তারের কাছে যেতে হবে না (সবুজ দেখলে চোখ খুউব ভালো থাকে!), দেশপ্রেম আর ভৌগোলিক জ্ঞানটাও ভাড়বে, সিলেবাসের ভয়াবহ জ্যাম থেকেও একটু মুক্তি মিলবে আর সবচেয়ে বড় যেই বেনিফিট, সেটা হচ্ছে ‘আ ট্যুর আই হ্যাভ রিসেন্টলি মেড’ টাইপ বেরসিক কম্পোজিশনগুলো আর থানকুনি পাতার রস খেয়ে রুদ্ধশ্বাসে মুখস্থ করতে লেগে যেতে হবে না, বরং সত্যিকার যা যা দেখলে সব বেঙ্গলি টু ইংলিশ করে লিখে দিয়ে ক্রিয়েটিভিটি দেখিয়ে বোনাস পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবে!

তাহলে আর দেরি কেন? শুরু করা যাক ‘আ জার্নি টু দ্য সেন্টার অব আর্থ’-এর ‘কিআ পাঠক’ ভার্সন! হাঁ করে তাকিয়ে দেখছ কী! যাও, রাজি করাও আব্বু-আম্মুকে ঘুরতে নিয়ে যেতে!!