‘প্রধানমন্ত্রী হলে দেশের আনাচকানাচে থাকা দুর্নীতি দমন করতাম’ — নিগার সুলতানা

ছোট্টবেলা থেকেই নেতৃত্ব দেওয়ার প্রবল ইচ্ছা নিগারের। টিভিতে যখনই কোনো অনুষ্ঠানে কোনো নারীকে দৃপ্ত স্বরে নেতৃত্ব দিতে দেখত, তখন থেকেই মনে স্বপ্ন বুনত, সে-ও একদিন এভাবে নির্ভয়ে নেতৃত্ব দেবে। আর সেই স্বপ্ন পূরণেরই প্রথম ধাপ হিসেবে সে স্কুলের স্কাউটিংয়ে যোগ দেয়। নিজের প্রবল ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে কয়েক বছরেই স্কুলের স্কাউট ক্লাবের সেরা মুখগুলোর একজন বনে যায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির নিগার। ধীরে ধীরে স্কুলের গণ্ডি ছাড়িয়ে বিভিন্ন জেলার স্কাউট ক্যাম্পেও প্রিয়মুখ হয়ে ওঠে। জাতীয় স্কাউট সম্মেলনে বেস্ট স্কাউট অ্যাওয়ার্ড দুবার এবং ২০১৫ সালে স্কাউটদের সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড নিজের ঝুলিতে ভরে নেয় উদ্যমী মেয়েটা। এর আগে ২০১৩ সালে ন্যাশনাল প্যারেডে নেতৃত্ব দিয়ে নিজ দলকে জাতীয়ভাবে তৃতীয় স্থানে নিয়ে যায় সে। স্কাউটিংয়ের পাশাপাশি গান, উপস্থাপনা, অভিনয় আর খেলাধুলায় প্রচুর আগ্রহ তার। জাতীয় শিশু পুরস্কার, ক্ষুদে গানরাজ, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমীসহ নানা জায়গায় পেয়েছে পুরস্কার। বাংলাদেশ টেলিভিশনে নিবন্ধিত শিশু শিল্পী হিসেবে পাঁচ-সাতটি গানের স্টুডিও রেকর্ডিং আছে তার। বিতর্কেও কম নয় সে, এ পর্যন্ত দুবার আন্তশ্রেণি বিতর্কে চ্যাম্পিয়ন হয়েছে সে। স্কুলের ভেতরেও আছে অনেক অর্জন। দৌড়, হাই জাম্প, লং জাম্প ও গোলক নিক্ষেপে প্রতিবারই শীর্ষস্থানে থাকে সে। স্কুলের কোনো অনুষ্ঠানে উপস্থাপনা কিংবা নাটকে অভিনয়ের জন্য তো শিক্ষকদের সবার আগে তাকেই চাই।

সবকিছু সামলে পড়ালেখাতেও এগিয়ে নিগার। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি আর জেএসসি পরীক্ষায় পেয়েছে জিপিএ-৫। অবসরে বই পড়ে আর ঘুরে বেড়াতে ভালোবাসে সে।

নিগারের সাক্ষাৎকার

প্রশ্ন :

দেশের প্রধানমন্ত্রী হলে যা করতে...

দেশের আনাচকানাচে থাকা দুর্নীতি দমন করতাম

প্রশ্ন :

প্রিয় লেখক...

মুহম্মদ জাফর ইকবাল, মার্ক টোয়েন, সত্যজিৎ রায় আর হুমায়ূন আহমেদ

প্রশ্ন :

স্কুলের প্রিয় আর অপ্রিয় যা...

প্রিয় দিকটা হচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা আর মাঝেমধ্যে ক্লাস ফাঁকি দেওয়া। আর অপ্রিয় হলো সকালে স্কুলে ঢুকেই সমাবেশ করা।

প্রশ্ন :

যে দুষ্টুমি সবচেয়ে বেশি করো...

মজার সব কথা বলে বন্ধুদের খুব পচাই!

প্রশ্ন :

জীবনের সেরা পুরস্কার...

স্কাউটের সর্বোচ্চ পুরস্কার ‘প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড’

প্রশ্ন :

তোমার কোনো গোপন কথা?

আমি খোলা বইয়ের মতো, আমার কোনো গোপন কথা নেই