‘আমি যেন কখনো বড় না হই’ — তাসমিয়া রহমান

স্কুলের সবাই একবাক্যে স্বীকার করে, সারা স্কুলে এমন লক্ষ্মী মেয়ে আর দ্বিতীয়টি নেই। আসলেও তা-ই। নম্র স্বভাবের দুষ্টু-মিষ্টি মেয়েটা যে অনেক কাজের কাজি!

ছোটবেলা থেকেই আবৃত্তির প্রতি দারুণ ঝোঁক ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী তাসমিয়ার। হারম্যান মেইনার আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অসংখ্য পুরস্কার রয়েছে তার। উপস্থিত বক্তৃতায় একাধিকবার প্রথম হয়েছে। রেডিওতে একসময় খেলাঘর নামক অনুষ্ঠানের উপস্থাপনা করেছে। স্কুলের বিজ্ঞান উৎসবের কুইজে ইন্টার উইং চ্যাম্পিয়ন হওয়ারও গৌরব রয়েছে তার।

গল্পের বই পড়তে সে ভারি পছন্দ করে। বিশ্বসাহিত্য কেন্দ্র ও ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির নিয়মিত সদস্য সে। বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে একাধিকবার সেরা পাঠক পুরস্কার পেয়ে সেখানকার রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগও মিলেছে। তাতে সারা দেশে প্রথম হয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের ‘বাংলাদেশকে জানো’ কার্যক্রমে সে ভ্রমণ করে এসেছে পুরো দেশ। এত বই যার পড়া, সে তো গল্প লিখবেই। ঐতিহ্য-গোল্লাছুট-প্রথম আলো গল্পলেখা প্রতিযোগিতায়ও একাধিকবার পুরস্কৃত হয়েছে তাসমিয়া।

প্রতিটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে এসেছে, পেয়েছে বেস্ট গার্ল খেতাব। ক্লাস ক্যাপ্টেন ছাড়াও পুরো স্কুলের ভাইস ক্যাপ্টেন পদবি রয়েছে তার। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে, অষ্টম শ্রেণিতে জেএসসি পরীক্ষায় পেয়েছে গোল্ডেন এ প্লাস। স্কুলের পক্ষ থেকেও তাকে দেওয়া হয়েছে বিশেষ বৃত্তি ও পদক। চমৎকার গান গায় সে, ভালোবাসে ছবি আঁকতে আর সাইকেল চালাতে। ভবিষ্যতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে গবেষক হতে চায় সে।

তাসমিয়ার সাক্ষাৎকার

প্রশ্ন :

প্রিয় খেলোয়াড়

মুশফিকুর রহিম, উসাইন বোল্ট

প্রশ্ন :

কী খেতে সবচেয়ে বেশি পছন্দ করো?

সরিষা ইলিশ, সন্দেশ

প্রশ্ন :

কার লেখা পড়তে ভালোবাসো?

মুহম্মদ জাফর ইকবাল, জে কে রাওলিং

প্রশ্ন :

আলাদিনের চেরাগ হাতে পেলে কী চাইতে?

আমি যেন কখনো বড় না হই!

প্রশ্ন :

পছন্দের কাজ

ছবি তুলতে পছন্দ করি। নেচার ফটোগ্রাফি, অ্যাবসট্র্যাক্ট ফটোগ্রাফি বেশি ভালো লাগে

প্রশ্ন :

অপছন্দের কাজ

কারও সিগারেট খাওয়া আমি একদম সহ্য করতে পারি না!

প্রশ্ন :

কিশোর আলোর বন্ধুদের উদ্দেশে কিছু বলবে?

জীবনে বড় হতে চাইলে পড়াশোনার বিকল্প নেই। পড়াশোনাটা ঠিক রেখে বাকি সবকিছু কোরো।

(কিশোর আলোর জানুয়ারি ২০১৫ সংখ্যায় প্রকাশিত)