‘আলাদিনের জাদুর চেরাগ পেলে অন্য সব অর্জনের সঙ্গে সাজিয়ে রাখব!’ — লামিয়া রহমান

সেঞ্চুরি অনেক আগেই করে ফেলেছে লামিয়া। ১০৪টি সনদ রয়েছে তার ঝুলিতে। আর ক্রেস্ট? সেখানে লেটার নম্বর পেয়েছে ও। অর্থাৎ কাজের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছে ৮০টি ক্রেস্ট। সঙ্গে আছে স্বর্ণ ও রৌপ্যপদক। কেন এত ঝুড়ি ঝুড়ি অর্জন লামিয়ার? তুখোড় বিতার্কিক সে। শুধু তাই নয়, উপস্থিত বক্তৃতায় বেশ পটু। কেউ কেউ খোঁচা দেয় ওকে, ‘এত যে বক্তৃতা দাও, নেত্রী হবে?’ এসব কথা গায়েই মাখে না। সময়ই বা কই? নানান প্রতিযোগিতা-উৎসবে ব্যস্ত থাকে ও। বিজ্ঞান উৎসবে নানা রকম প্রকল্প নিয়ে হাজির হয় লামিয়া। বিজ্ঞান বিষয়েই নয়, ব্যবসায়িক হিসাব-নিকাশেও বেশ পাকা সে। বিভিন্ন স্কুলে আয়োজিত ব্যবসায় প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কারও পায়। এত কিছুর ভিড়েও পড়ালেখায় বেশ ভালো অবস্থান তার। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মেধা তালিকায় প্রথম হওয়া মেয়েটি সরকারি ও বেসরকারি বৃত্তিও পেয়েছে কয়েকবার।

লামিয়ার কিছু অর্জন

  • ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ক্যাম্পাস আইটি উৎসব : ব্যবসায়িক আইডিয়া প্রতিযোগিতা — চ্যাম্পিয়ন

  • ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ক্যাম্পাস আইটি উৎসব : বারোয়ারি বিতর্ক — চ্যাম্পিয়ন

  • ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ আয়োজিত বিজ্ঞান উৎসব : বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী — তৃতীয় স্থান

  • বিএফএফ-সমকাল বিজ্ঞান উৎসব — চ্যাম্পিয়ন

  • শিল্পকলা একাডেমি পোস্টার প্রতিযোগিতা — রৌপ্যপদক।

লামিয়ার সাক্ষাৎকার

প্রশ্ন :

কেউ যদি আঁতেল বলে খ্যাপায়...

বলারই সাহস পায় না কেউ, দু-একবার বললেও পাত্তা দিই না।

প্রশ্ন :

এত-শত প্রতিযোগিতা, তার ওপর পড়ালেখার চাপ। সামলাও কীভাবে?

পড়ার ফাঁকে ফাঁকে প্রতিযোগিতার কাজ করি আর প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে পড়ালেখা করি!

প্রশ্ন :

টাইম ট্রাভেল করার সুযোগ পেলে...

সুযোগ লাগবে না, আমি নিজেই টাইম ট্রাভেল নিয়ে প্রজেক্ট ভাবছি!

প্রশ্ন :

কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা...’ কোথায় হারাতে সবচেয়ে ভালো লাগে?

নীলগিরি, বান্দরবান, লক্ষ্ণৌ। তবে সমুদ্র খুব ভালো লাগে। মনে হয় সমুদ্রপারে পুরো জীবন কাটিয়ে দেওয়া যাবে।

প্রশ্ন :

আলাদিনের সেই বিখ্যাত জাদুর চেরাগ পেলে কী করবে?

অন্য সব অর্জনের সঙ্গে সাজিয়ে রাখব!

প্রশ্ন :

বক্তৃতা দিতে ভালো লাগে, না শুনতে?

বাগ্মীদের বক্তৃতা শুনতে ভালো লাগে আর দিতে অবশ্যই ভালো লাগে।

প্রশ্ন :

যে ইচ্ছাটি পূরণ করতে চাও...

পুরো পৃথিবী ঘুরে দেখতে চাই।

প্রশ্ন :

প্রতিবছর পরীক্ষায় প্রথম হও। তা পড়ালেখায় ভালো করার মন্ত্রটা কী?

মুখস্থ না করে বুঝে বুঝে পড়াই মূলমন্ত্র। চিত্র এঁকে, লিখে পড়ি আমি।

প্রশ্ন :

কেউ উপদেশ চাইলে তাকে কোন উপদেশটা দাও?

সাফল্যের পেছনে না দৌড়ে ভালো মানুষ হও। সাফল্য এমনিতেই ধরা দেবে।

(কিশোর আলোর নভেম্বর ২০১৬ সংখ্যায় প্রকাশিত)