ইদি আমিনের উপাধি

উগান্ডার এক সাবেক প্রেসিডেন্টের নাম ইদি আমিন। তুঘলকি রাজ্যের বিস্তার ঘটানো বা তুঘলকি রাজত্ব কায়েমের উদ্দেশ্যেই অবৈধভাবে ক্ষমতা দখল করেন প্রাইমারি স্কুল না ডিঙানো এই জেনারেল। ইদি আমিন অবৈধভাবে ক্ষমতায় আসার পর যে উপাধি গ্রহণ করেন তাতে তাঁর মস্তিষ্কের সুস্থতা নিয়েও প্রশ্নের সৃষ্টি হয়। উপাধিটি হলো, ‘হিজ এক্সেলেন্সি প্রেসিডেন্ট অব লাইক, ফিল্ড মার্শাল আলহাজ ডক্টর ইদি আমিন বিসি, বিএসও, এমসি, লর্ড অব অল দ্য বিস্টস অব দ্য আর্থ অ্যান্ড ফিসেস অন দ্য সি অ্যান্ড কনকুয়েরর অব দ্য ব্রিটিশ এম্পায়ার ইন আফ্রিকান জেনারেল অ্যান্ড উগান্ডা ইন পার্টিকুলার।’ যার অর্থ দাঁড়ায়, উগান্ডা তথা আফ্রিকায় ব্রিটিশ আধিপত্য ক্ষুণ্নকারী, দুনিয়ার সব প্রশ্ন এবং সাগরের মত্স্যকুলের অধীশ্বর মহামান্য আজীবন প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আলহাজ ডক্টর ইদি আমিন ভিসি, ডিএসও, এমসি। উপাধিই বটে।

(কিশোর আলোর মার্চ ২০১৪ সংখ্যায় প্রকাশিত)