একজন লেখোয়াড়ের গল্প

স্যার আর্থার কোনান ডয়েলকে কে না চেনে! স্কটিশ এই লেখক সাহিত্যজগতে অমর হয়ে আছেন তাঁর কর্মের জন্য। তবে শুধু লেখক হিসেবেই নয়, ব্যক্তিজীবনেও ডয়েল ছিলেন বেশ অদ্ভুত এবং কৌতূহলোদ্দীপক একজন মানুষ। ১৮৫৯ সালের মে মাসে জন্মগ্রহণ করেন তিনি। চলো এবার জেনে নেওয়া যাক এই লেখকের কর্মময় জীবনের দারুণ কিছু ব্যাপারস্যাপার!
স্যার আর্থার কোনান ডয়েল
উইকিপিডিয়া

ডয়েলের অধ্যবসায়

মাত্র তেইশ বছর বয়সে তিনি তাঁর প্রথম উপন্যাস লিখে একজন প্রকাশকের কাছে পাঠিয়ে দেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি সঠিক ঠিকানায় পৌঁছেনি; হারিয়ে যায়। আর ডয়েলকেও একই উপন্যাস আবার লিখতে হয়!

খেলোয়াড় এবং লেখোয়াড়

লেখক, সাংবাদিক ও চিকিৎসক স্যার আর্থার ইগনেসিয়াস কোনান ডয়েলের ভালোবাসা ছিল খেলাধুলার প্রতিও। তিনি ছিলেন একজন ডানহাতি ব্যাটসম্যান। আর কখনো কখনো স্লো বোলার হিসেবেও দেখা যেত তাঁকে। তিনি পিটার প্যানের লেখক জে এম ব্যারির সঙ্গে একই ক্রিকেট দলে খেলতেন।

শুধু কি ক্রিকেট?

ক্রিকেটের বাইরে ফুটবলও খেলতেন ডয়েল, ছিলেন বেশ ভালো একজন গোলকিপার। পোর্টসমাউথ এফসিতে এ সি স্মিথ ছদ্মনামে খেলতেন তিনি। স্কিয়িং জনপ্রিয় করতেও কাজ করেন এই লেখক।

ডয়েলের যুদ্ধে গমন

অতিরিক্ত ওজনের কারণে বোয়ার যুদ্ধে সৈনিক হয়ে ওঠা হয়নি তাঁর। তাই তিনি জাহাজের একজন চিকিৎসক হিসেবে আফ্রিকা যান।

পরিতে বিশ্বাস

যুক্তিবাদী চরিত্র শার্লক হোমসের এই স্রষ্টা বিশ্বাস করতেন পরির অস্তিত্বে। শুধু তা-ই নয়, এ ব্যাপারটা প্রমাণ করার জন্য তিনি এক মিলিয়ন ডলার খরচও করেন।

নিজেও ছিলেন গোয়েন্দা

নিজের সৃষ্টি শার্লক হোমসের মতো স্যার আর্থার কোনান ডয়েলও ছিলেন একজন গোয়েন্দা। তিনি হোমসের পদ্ধতিতে ম্যারিয়ন গিলক্রিস্ট নামের একজন ৮২ বছর বয়সী ধনী নারীকে হত্যার রহস্য সমাধান করেন।

রাজনীতিতে ডয়েল

১৯০০ সালে এডিনবার্গের সংসদ সদস্য পদে দাঁড়ান তিনি। দ্বিতীয়বার তিনি দাঁড়ান ১৯০৬ সালে, বর্ডার বার্গসে। দুবারই বেশ ভালো পরিমাণ ভোট পাওয়া সত্ত্বেও তিনি হেরে যান নির্বাচনে।

ডায়নোসরের আগমন

দ্য লস্ট ওয়ার্ল্ড বইয়ের মাধ্যমে ডায়নোসরকে ফিরিয়ে আনেন ডয়েল। আর এ বই বেশ ভালোভাবে প্রভাবিত করে কিংকং বা জুরাসিক পার্ক–এর মতো সিনেমাকে।

ডয়েলের শেষ কথা

বাগানে বসে এক হাতে ফুল ধরে স্ত্রীকে বলেছিলেন, ‘তুমি অপরূপ!’ এবং ঠিক তার পরপরই মারা যান একাত্তর বছর বয়সী স্যার আর্থার কোনান ডয়েল।

সূত্র: ইয়োর স্টোরি ডটকম, ইংলিশ বুক জর্জিয়া