‘ওয়ার্মহোল দিয়ে টাইম ট্রাভেল করতে পারতাম যদি নভোচারীদের মতো!’ — ফারহান রওনক

তারাভরা রাতের আকাশের প্রতি ফারহান রওনকের দুর্নিবার আকর্ষণ একদম ছোট্টবেলা থেকে। সেই আকর্ষণই ধীরে ধীরে পরিণত হয়েছে জ্যোতির্বিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের প্রতি ভালোবাসায়, যা তাকে এনে দিয়েছে সাফল্য। জ্যোতির্বিজ্ঞানের প্রতি ভালোবাসাকে পুঁজি করেই জাতীয় অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের বিভাগীয় ও জাতীয় পর্যায়ে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে সে। সেই সুবাদে অংশ নেওয়ার সুযোগ মিলেছে জাতীয় অ্যাস্ট্রো ক্যাম্পে, এমনকি অংশগ্রহণ করেছে আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডেও।

তবে তার সবচেয়ে বড় অর্জনটি কয়েক মাস আগের। গত বছর স্টকহোমে অনুষ্ঠিত আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে প্রথমবারের মতো অংশগ্রহণ করে ফারহান। আর তাতেই বাজিমাত। প্রথম বাংলাদেশি হিসেবে সে সেখানে জিতে নিয়েছে ব্রোঞ্জপদক! প্রতিভাবান এই কিশোর স্বপ্ন দেখে বড় হয়ে একজন পদার্থবিদ হওয়ার।

স্কুলের পড়াতেও যে সে সবার চেয়ে এগিয়ে, তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। ফারহান ক্লাসে বরাবর প্রথম স্থান অধিকার করার পাশাপাশি তার অর্জনের ঝুলিতে রয়েছে পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুল ও অষ্টম শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তি। এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় পেয়েছে জিপিএ-৫। এমআইটি ওপেন কোর্স, ওয়ার্ল্ড সায়েন্স ইউ, খান একাডেমি, কোর্সেরা-সহ বিভিন্ন মুক্তশিক্ষা ওয়েবসাইটের মাধ্যমে সে এখন চালিয়ে যাচ্ছে জ্যোতির্বিদ্যা ও পদার্থবিদ্যার বিশেষ অনলাইন কোর্স।

বিজ্ঞানমনস্ক ছেলেটি অবসর কাটাতে ভালোবাসে প্রিয় পদার্থবিদদের বই পড়ে আর টেলিস্কোপ দিয়ে রাতের আকাশের তারা দেখে।

প্রশ্ন :

যার কাছ থেকে অনুপ্রেরণা পাই...

স্টিফেন হকিং ও মা

প্রশ্ন :

সেরা স্মৃতি...

টেলিস্কোপ দিয়ে প্রথম যখন বৃহস্পতি গ্রহ ও তার চারটি উপগ্রহ দেখি

প্রশ্ন :

আমার সম্পর্কে যা খুব কম মানুষই জানে...

আমি প্রচণ্ড আবেগপ্রবণ

প্রশ্ন :

প্রথম বাংলাদেশি হিসেবে ব্রোঞ্জপদক জয়ের পর অনুভূতি...

শুরুতে ভীষণ গর্ব অনুভব করেছিলাম। এরপর তাইওয়ানের একটি মেয়েকে একাই চারটি স্বর্ণপদক নিয়ে যেতে দেখে উপলব্ধি হলো, ভবিষ্যতে আরও অনেক উন্নতি করা প্রয়োজন

প্রশ্ন :

স্কুলে যা ভালো লাগে...

সব সহশিক্ষামূলক কার্যক্রমে শিক্ষকদের সহায়তা

প্রশ্ন :

স্টিফেন হকিংয়ের সঙ্গে দেখা হলে যে প্রশ্নটি করতাম...

যদি বিগ ক্রাঞ্চের মাধ্যমে মহাবিশ্বের ইতি হয়, তাহলে কি ফ্লো অব টাইমের রিভার্স ঘটবে?

প্রশ্ন :

ইশ্! এমন যদি হতো...

ওয়ার্মহোল দিয়ে টাইম ট্রাভেল করতে পারতাম নভোচারীদের মতো!