‘গণিত বিষয়টা না থাকলে ভালো হতো কত!’ — ইউশরা জাহান

ছোটবেলা থেকেই মেয়েটা ভীষণ খেলাপাগল। বিকেল হলেই মেয়েরা যখন কানামাছি বা ফুলটোক্কা খেলতে নামত, তখন তাকে দেখা যেত পাড়ার মাঠে ব্যাট হাতে। শহীদ আনোয়ার গার্লস কলেজের ক্রিকেট দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার ইউশরা জাহান। বর্তমানে আবাহনী ক্রীড়াচক্রের হয়ে খেলছে নবম শ্রেণির এই শিক্ষার্থী। বিভিন্ন আন্তস্কুল প্রতিযোগিতায় একাধিকবার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে সে। শুধু ক্রিকেটই নয়, ইউশরা সমান পারদর্শী হ্যান্ডবল, ফুটবল, বাস্কেটবল, টেবিল টেনিস আর ব্যাডমিন্টনেও। স্কুলে অ্যাথলেটিকসের নানা ইভেন্টে বরাবর চ্যাম্পিয়ন মেয়েটি বিভিন্ন খেলায় জেলা পর্যায়েও হয়েছে সফল। গোলক নিক্ষেপ আর বর্শা নিক্ষেপেও আছে সাফল্য। সময় পেলেই সাইকেল নিয়ে বেরিয়ে যায় ঘুরতে। দক্ষতা আছে সাঁতারেও।

খেলাধুলার বাইরেও তার নানা রকম অর্জন রয়েছে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ আয়োজিত বিজ্ঞান মেলায় অংশ নিয়ে আইকিউ ও সাধারণ জ্ঞানে বাগিয়ে নিয়েছে পুরস্কার। এত কিছুর মধ্যেও লেখাপড়ায় মনোযোগী সে। অবসরে ভালোবাসে গল্পের বই পড়তে।

ইউশরার সাক্ষাৎকার

প্রশ্ন :

অনুপ্রেরণা পাই

মা-বাবার কাছ থেকে

প্রশ্ন :

এমন যদি হতো

গণিত বিষয়টা না থাকলে ভালো হতো কত! তবে তখন রানের হিসাব কীভাবে হতো জানি না!

প্রশ্ন :

স্বপ্ন দেখি

বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক পর্যায়ে খেলার

প্রশ্ন :

মনের মধ্যে প্রতিজ্ঞা

দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছুটা হলেও করে যেতে চাই

প্রশ্ন :

স্কুলের যে দিকটা ভালো লাগে

খেলাধুলার অনেক সুযোগ পাওয়া যায়

প্রশ্ন :

বড় হয়ে হতে চাই

ক্রিকেটার

প্রশ্ন :

ঘুরে বেড়াতে চাই

সারা বিশ্বেই। তবে আগে নিজের দেশটায়।

(কিশোর আলোর মে ২০১৫ সংখ্যায় প্রকাশিত)