চল তুলি মোবাইলে ছবি

‘বড় ক্যামেরা কিংবা বড় লেন্স ছাড়া ভালো ছবি তোলা সম্ভব না’—এটা আমাদের অনেকেরই ধারণা। হাতে ভালো কলম থাকলে লেখা সুন্দর হবে—এ ধারণা যেমন সঠিক নয়, তেমনি ডিএসএলআর ছাড়া ভালো ছবি তোলা যাবে না, এটিও একটি ভুল ধারণা।

ভালো ছবি তোলার জন্য ভালো লেন্স, ভালো ক্যামেরা গুরুত্বপূর্ণ কিন্তু সেটাই সবকিছু নয়। লাইট কম্পোজিশন সম্পর্কে ভালো ধারণা থাকলে, দেখার চোখ থাকলে মোবাইল ফোনের ক্যামেরা দিয়েও ভালো ছবি তোলা সম্ভব। তো ফোনের ক্যামেরা ব্যবহার করেই ভালো ছবি তোলার কিছু নিয়ম দিলাম। নিজে নিজে চেষ্টা করো। আর এখানে ব্যবহৃত সবগুলো ছবি কিন্তু আমার মোবাইলের ক্যামেরা দিয়ে তোলা।

  • আলোর উৎস খেয়াল করো। যেদিক থেকে আলো আসছে, ছবির সাবজেক্ট যেন তার উল্টো দিকে থাকে। তাহলে মূল সাবজেক্টে পর্যাপ্ত আলো থাকবে। আলোর উৎস সাবজেক্টের পেছনে থাকলে ছবি অন্ধকার হবে অথবা ব্যাকগ্রাউন্ড জ্বলে যাবে।

  • ছবি তোলার আগে ব্যাকগ্রাউন্ড খেয়াল করো। ব্যাকগ্রাউন্ড ছিমছাম না হলে মূল বিষয়ের চেয়ে এটাই বেশি নজর কাড়বে।

  • ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলার চেষ্টা করো। তুমি যদি এমন একটি জায়গায় ছবি তোলো, যেখানে ভালো বা খালি কোনো ব্যাকগ্রাউন্ড না পাও, তখন ক্যামেরাটি ওপরে বা নিচে রেখে ছবি তোলো। তাহলে আকাশ, সবুজ মাঠ কিংবা রঙিন কার্পেটকে ব্যাকগ্রাউন্ড হিসেবে পেয়ে যাবে।

  • ফোকাস খেয়াল রাখো। ফোকাস যেন সব সময় মূল বিষয়ের ওপরই থাকে।

  • ছবি তোলার সময় স্থির থাকতে হবে, না হলে ঝাপসা হয়ে যাবে ছবি। প্রয়োজনে কোনো কিছুর সাপোর্ট নেওয়া যেতে পারে।

  • যথাসম্ভব সাবজেক্টের কাছ থেকে ছবি তুলতে চেষ্টা করো। অনেক বেশি দূর থেকে ছবি তুলে পরে এডিট করে কেটে নিলে ছবির মান খারাপ হয়ে যাবে, রেজল্যুশন কমে যাবে। আবার খুব বেশি কাছ থেকে ছবি তুললেও ছবি ভালো দেখায় না।

  • কোনো কিছুর ডিটেইল ছবি তোলার জন্য ম্যাক্রো অপশনটি ব্যবহার করতে পারো, না হলে খুব কাছ থেকে ফোকাস করা যাবে না।

  • মোবাইল ক্যামেরার ডিজিটাল জুম পরিহার করাই ভালো। এটি ব্যবহার করে ছবি তুললে ছবির মান খারাপ হয়ে যায়।

  • আজকাল প্রায় সব মোবাইল ক্যামেরায় হোয়াইট ব্যালেন্স অপশনটি থাকে। ছবিতে সঠিক কালার পেতে এই অপশনটির প্রতি খেয়াল রাখো, আলো অনুযায়ী সেটি সেট করে নাও।

  • প্রথম দিকে একটু বেশি ছবি তুলে হাত পাকাও। তাতে ক্যামেরার সব টুল সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে।

  • কম্পোজিশন খুবই গুরুত্বপূর্ণ। ভালো কম্পোজিশন ছবিকে ভালো করে তোলে আবার একঘেয়েও করে তোলে। তাই মাঝে মাঝে নিয়ম ভাঙারও চেষ্টা করবে।

  • ছবি তোলার আগে লেন্সটি পরিষ্কার আছে কি না খেয়াল করো। পরিষ্কার লেন্স স্বচ্ছ ও ঝকমকে ছবি দেয়।

  • সর্বোচ্চ রেজল্যুশনে ছবি তোলার চেষ্টা করো।

  • ফাইল সাইজ অপশনে গিয়ে ‘বড়’ সাইজটি বেছে নাও।

  • চলন্ত কিছুর ছবি তোলার ক্ষেত্রে শুটিং মোডটি ‘কনটিনিউয়াস শট’ সিলেক্ট করে নাও।

  • নিজের ছবি তোলার ক্ষেত্রে সেলফ টাইমরের সাহায্য নিতে পারো।

  • ছবিকে আরও সুন্দর করার জন্য ছবি সম্পাদনা করো। আজকাল ইনস্টগ্রামসহ অনেক সফটওয়্যারের মাধ্যমে সহজেই ছবি সম্পাদনা করা যায়। আবার ছবি যেন শুধু সম্পাদনানির্ভর না হয় পড়ে, সেটাও খেয়াল রেখো।

  • আত্মবিশ্বাস রাখো। ছবিটি কিন্তু তুমিই তুলবে, ক্যামেরা শুধু একটি যন্ত্র, যা তোমাকে সাহায্য করবে ভালো ছবিটি ধরে রাখতে।

তোমার ছবি তোলা শুভ হোক।