চার্লি চ্যাপলিনের দুটি ঘটনা

নিজেই তৃতীয়

চার্লি চ্যাপলিন তখন বিশ্বখ্যাত। একবার তাঁর অনুকরণে অভিনয়ের জন্য এটি প্রতিযোগিতার আয়োজন করা হলো। চ্যাপলিন চুপি চুপি সেই প্রতিযোগিতায় নিজের নাম লেখালেন। যথাসময়ে প্রতিযোগিতার ফলাফলও ঘোষণা হলো। দেখা গেল, খোদ চার্লি চ্যাপলিন তৃতীয় স্থান অর্জন করেছেন!

সেই ছেলেটি

১২ বছর বয়সী একটি ছেলে স্টেজে উঠে অসাধারণ অভিনয় করল। দর্শকসারিতে ছিলেন বিশ্বখ্যাত লেখক আর্থার কোনান ডয়েল। তিনি বালকটির অভিনয় দেখে মুগ্ধ হলেন। তাকে ডেকে বললেন, ‘তুমি লেগে থাকো। তোমার ভবিষ্যত্ উজ্জ্বল।’ ছেলেটি বলল, ‘আমি খুব গরিব। আজ এই মুহূর্তে আপনার এক বছরের উপার্জন আমাকে দিলে আগামী পাঁচ বছরে আমার উপার্জন আপনাকে দিয়ে দিতে রাজি আছি।’ শুনে কোনান ডয়েল বেশ বিরক্ত হলেন। তিনি কিছু বললেন না। পরে ছেলেটি আমেরিকা চলে যায়। এক বছর পর দেখা গেল তার উপার্জন কোনান ডয়েলের উপার্জনকে ছাড়িয়ে গেছে। সেই ছেলেটি আর কেউ নন, সবার প্রিয় চার্লি চ্যাপলিন।