জনাব কাতুকুতুর জন্মকথা

মিস্টার টিকল

মিস্টার মেন—ছোট্ট আকারের বইগুলোর ভেতর নির্মল আনন্দ। মজার ছবি আর দুর্দান্ত সব খুদে গল্প। সিরিজটির লেখক রজার হারগ্রিভস। একদিন রজারের ছেলে তাঁকে জিজ্ঞেস করেছিল, ‘বাবা, কাতুকুতু দেখতে কেমন?’ রজার কী উত্তর দেবেন? কাতুকুতু আবার দেখতে কেমন হয়! তাই ছেলেকে বোঝানোর জন্য অনেক ভেবেচিন্তে লিখে ফেললেন মিস্টার মেন সিরিজের প্রথম বই মিস্টার টিকল। সেটি প্রকাশিত হয় ১৯৭১ সালে। তারপর আস্তে ধীরে প্রায় ৫০টি শিরোনামে বেরিয়েছে মিস্টার মেন সিরিজ। এর মাঝে আছে মিস্টার গুড, লিটল মিস সমারসল্ট ও মিস্টার ননসেন্সের মতো মজার সব চরিত্র।