‘জীবনটা তো বাংলা ছায়াছবি না!’ — হুমায়ূন কবির

বড় ভাইয়ের কাছে রুবিকস কিউব মিলানোর প্রথম হাতেখড়ি তার। তখন কে জানত নবম শ্রেণিতে পড়া অবস্থায়ই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের হুমায়ূন দখল করে নেবে কিউবিংয়ে জাতীয় চ্যাম্পিয়নের খেতাব!

এই অর্জনের পেছনে কিন্তু রয়েছে কঠোর অধ্যবসায়। প্রচুর সময় ব্যয় করতে হয়েছে কিউবিংয়ে দক্ষ হয়ে উঠতে। ধীরে ধীরে বিভিন্ন কিউবিং প্রতিযোগিতায় হয়েছে ৩২ বার চ্যাম্পিয়ন আর ১১ বার রানার্সআপ। ২০১৪ ও ২০১৫ সালে জাতীয় পর্যায়ে রানার্সআপ হওয়ার ধারাবাহিকতায় ২০১৬ সালে হুমায়ূন পায় জাতীয় চ্যাম্পিয়নের খেতাব। তার স্বপ্ন গিনেস বুকে নাম লিখিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা, অস্ট্রেলিয়ার ২২ বছর বয়সী ফেলিকস জেমডেগসের করা ৪ দশমিক ৭৩ সেকেন্ডের বিশ্ব রেকর্ড ভাঙা। হুমায়ূনের গড় টাইমিং ৮-১০ সেকেন্ড, আর ব্যক্তিগত সেরা টাইমিং ৫ দশমিক ৮৩, যা বিশ্ব রেকর্ডের কাছাকাছি। আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের কিউব মিলিয়ে মোট ১৮ ধরনের প্রতিযোগিতা হয়, যার ১৪টি ইতিমধ্যে আয়ত্তে এনে ফেলেছে সে।

কিউবিংয়ের পাশাপাশি প্রতিভার স্বাক্ষর রেখেছে সে অন্যান্য ক্ষেত্রেও। স্কুলের খেলাধুলায় দেখিয়েছে বিশেষ নৈপূণ্য। অষ্টম আন্তঃ আইডিয়াল বিজ্ঞান উৎসবের গণিত অলিম্পিয়াডেও হয়েছে চ্যাম্পিয়ন। পিইসি ও জেএসসি পরীক্ষায় পেয়েছে জিপিএ-৫। এ ছাড়া আলোকচিত্র, গ্রাফিকস ডিজাইন, প্রোগ্রামিং, ভিডিও সম্পাদনা, জাদু দেখানোসহ নানা বিষয়ে দক্ষতা রয়েছে তার।

নিজের ইউটিউব চ্যানেলে রুবিকস কিউব মিলানোর উচ্চতর কৌশল জানিয়ে হুমায়ূন ভিডিও আপলোড দেয় নিয়মিত। বিড়াল পোষার শখ আছে তার।

মাসফিয়ার সাক্ষাৎকার

প্রশ্ন :

নিজের সবচেয়ে বড় শক্তি এবং দুর্বলতা কী?

শক্তি হলো আমার আত্মবিশ্বাস। আর আমার মতে নিজের দুর্বলতা কখনোই প্রকাশ করা উচিত নয়। তাহলে বারবার মানুষ আঘাত করবে।

প্রশ্ন :

গোপন ইচ্ছা...

যদি সবার মনের কথা বুঝতে পারতাম!

প্রশ্ন :

খুব বিরক্ত লাগে...

যখন কেউ কোনো কিছুর শর্টকাট জানতে চায়। শর্টকাট পথ ধরে কখনো জীবনে বড় কিছু হওয়া যায় না।

প্রশ্ন :

যদি তোমাকে কোনো প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়, যার একদম সত্যিকার উত্তর পাবে, তাহলে কী জানতে চাইবে?

দুই দুয়ারী ছবির একটা গানের লাইন—‘হাতে আছে অচেনা এক শহরের ম্যাপ।/আমি বলি, এই যে ব্রাদার হ্যালো/আমি কে? এইটুকু আমাকে শুধু বলো।’

প্রশ্ন :

ভূতে বিশ্বাস করো?

নাহ্। তবে অতিপ্রাকৃত কিছু নিশ্চয়ই পৃথিবীতে আছে!

প্রশ্ন :

সকালে ঘুম ভেঙে আবিষ্কার করলে অন্য কারও শরীরে ভর করেছ! কী করবে?

আগে দেখব হাতের আঙুলগুলো ঠিক আছে কি না। কিউব মিলাতে হবে যে!

প্রশ্ন :

হঠাৎ একদিন দেখলে কিউব মিলাতেই ভুলে গেছ, তখন?

অবাক হয়ে ভাবব—এ কেমন বিচার?

প্রশ্ন :

লটারি জিতলে কী করবে?

আমার ভাগ্যে লটারি নেই। জীবনটা তো বাংলা ছায়াছবি না!

(কিশোর আলোর জুলাই ২০১৭ সংখ্যায় প্রকাশিত)