দেশে দেশে তিন গোয়েন্দা

শুধু বাংলাদেশই নয়, বিশ্বের আরও অনেক দেশেই তিন গোয়েন্দাকে নিয়ে বিস্তর কাহিনি লেখা হয়েছে। এ তালিকাতে সবার ওপরে আছে জার্মানরা। থ্রি ইনভেস্টিগেটরসের অনুকরণে বানানো জার্মানদের ‘ডাই ড্রেই???’ নামের সিরিজ সে দেশে অসম্ভব জনপ্রিয়। থ্রি ইনভেস্টিগেটরসের কাহিনি ছাড়াও জার্মান লেখকেরা মৌলিক কাহিনি নিয়েও অনেকগুলো তিন গোয়েন্দা লিখেছেন, এমনকি এখনো লিখছেন। তাঁদের প্রকাশিত তিন গোয়েন্দার সংখ্যা ২০১৪-তে এসে দাঁড়িয়েছে ১৭৯টি। জার্মানিতে বছরে এই সিরিজের প্রায় ছয়টি বই বের হয়।

ত্রাজা প্রেত্রাসি নামে স্লোভাকিয়ার মালদি লেটা প্রকাশনী থেকেও প্রকাশিত হয় এই জনপ্রিয় সিরিজটি। তাদের প্রকাশিত বইয়ের সংখ্যা ৭০টি। পোল্যান্ডেও বেশ জনপ্রিয় সিরিজটি। থ্রি ইনভেস্টিগেটরস মূল সিরিজ এবং ক্রাইমবাস্টারসহ তাদের প্রকাশিত বইয়ের সংখ্যা ৬১টি। ফ্রান্সেও তিন গোয়েন্দার রয়েছে দারুণ জনপ্রিয়তা। Les trios jeunes detectives বা তিন কিশোর গোয়েন্দা নামে ১৯৭০ সালে মূল থ্রি ইনভেস্টিগেটরস সিরিজের নয়টি কাহিনি নিয়ে সিরিজটি প্রকাশিত হয়েছিল। ইতালি, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ইংল্যান্ডেও তিন গোয়েন্দা ব্যাপক পরিচিত।

আমাদের পাশের দেশ ভারত থেকেও এ সিরিজটি প্রকাশিত হয়। খেল খিলাড়ী প্রকাশনী ১৯৭০ সাল থেকে ‘বল সিক্রেট এজেন্ট ৫৫৫: রাঙা, গঙ্গা, সিরাজী’ নামে প্রকাশিত সিরিজটি দারুণ পাঠকপ্রিয়তা পেয়েছে। মূল মার্কিন থ্রি ইনভেস্টিগটরসের আইডিয়া থেকে সেলিম আহমেদ সিদ্দীকি এবং মকবুল জাহাঙ্গীর নামের দুই লেখক পাকিস্তানি পটভূমিতে ‘তিন নানহে সুরাগরাসান’ নামে সিরিজটি প্রকাশ করে আসছে সেই ১৯৮০ সাল থেকে। করিমাবাদ নামের শহরের বাসিন্দা আম্বার, হাসিম আর রবিন নামের তিন কিশোরের এই অভিযানগুলো প্রকাশ করে ফিরোজি সন্স প্রকাশনী।