নাম নিয়ে নয় দ্বিধা

Jeff Kinney. ‘উইম্পি কিডস’ সিরিজের জনপ্রিয় লেখক। লেখকের নামের উচ্চারণ কী হবে? জেফ কিনে, জেফ কাইনি নাকি জেফ কিনি? এমন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলে ঢুঁ মারো teachingbooks.net/pronunciations.cgi ঠিকানায়। ২০০৭ সাল থেকে এ পর্যন্ত পাঁচ লাখ পাঠক লেখকদের নামের আসল উচ্চারণের জন্য বেছে নিয়েছে এই সাইটটি। হতাশ হয়নি কেউই। কদিন আগে দুই হাজার লেখকের নামের উচ্চারণের অডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের এই ওয়েবসাইট। তবে আসল মজা অন্য জায়গায়; অডিওতে নামগুলো উচ্চারণ করেছেন স্বয়ং লেখকেরাই। ফলে কোনোরকম সন্দেহের অবকাশই নেই উচ্চারণ নিয়ে। কেবল উচ্চারণই নয়, ৫০ সেকেন্ড বা তারও কম সময়ের এই অডিওগুলোতে লেখকেরা জানিয়েছেন তাঁদের নামের ইতিহাস। কে নাম রেখেছিল, নামটা তাঁদের কতটা পছন্দ—এমন মজার সব বিষয়ও জানা যাবে সেখানে।

সূত্র: সিবিসিবুকস ডটকম