পাকা কার্টুনিস্ট

ডিজনি কার্টুনিস্টরা তাঁদের কার্টুন চরিত্র পুঙ্খানুপুঙ্খরূপে আঁকতে আয়নায় সেই কার্টুন চরিত্রের প্রতিবিম্ব ফেলেন। তোমরা হয়তো প্রশ্ন ছুড়বে, যে কার্টুন চরিত্র এখনো আঁকাই হলো না, তার আবার প্রতিবিম্ব আসে কোথা থেকে? অস্থির হয়ো না, বলছি শোনো। ডিজনি ও ওয়ার্নার ব্রাদার্সের মতো প্রতিভাশীল কার্টুনিস্টরা যখন তাঁদের নিজেদের মনের মতো ভাবপ্রকাশক, কল্পিত কার্টুন চরিত্র আঁকতে গিয়ে সমস্যায় পড়েন, তখন প্রায়ই তাঁরা এবং তাঁদের পেশাদার কার্টুনিস্টরা আয়নার সাহায্য নিয়ে থাকেন। আয়নার সামনে তাঁরা কার্টুনের মডেল হিসেবে বসেন এবং আয়নায় নিজেদের চোখ-মুখকে উল্টেপাল্টে তা দেখে এঁকে ফেলেন কার্টুনের কঠোর চাহনি, মুখ ভেঙচানো, ঠোঁট ওল্টানো, দাঁত বের করে হাসা এমন অট্টহাসিসহ আরও কত-কী মুখভঙ্গি!

টেবিলে আয়নার সামনে বসে তাঁদের নিজেদের অদ্ভুত মুখভঙ্গির দিকে একদৃষ্টিতে আড়চোখে চেয়ে থাকা, তোমার মুখে হাসি ফুটিয়ে দেবে নিশ্চিত!

সূত্র: বোরডপান্ডা থেকে