বাংলার বাঘিনী বিশ্বসেরা রিদমিক জিমন্যাস্ট!

কৈশোরের পাগলামিটুকু তার চোখমুখ ঠিকরে বেরোয়। প্রথমবার যখন মুখ খুলবে মেয়েটা, প্রথম ধাক্কাটা খাবে তখনই। বুঝবে, খুব পরিচিত হাসির, স্নিগ্ধ, বাঙালিয়ানা স্বভাবের মেয়েটা; যাকে তুমি পাশের বাড়ির কিশোরী ভেবেছ সে আসলে থাকে হাজার ক্রোশ দূরে, ভিনদেশে। বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়ার রাজধানী মস্কোতে। সেখানেই জন্ম ১৯৯৫ সালে, বেড়ে ওঠা। ওখানেই তার শৈশব, ওখানেই কৈশোর।

তাই বলে তুমি পুরোটা ভুলও নও, খটকা লাগাটাও অমূলক নয়। কেননা, ঠিক পাশের বাড়ির না হলেও ওই কিশোরী তোমার আপনই!

২.

দ্বিতীয় ধাক্কা খাবে, নামটা শোনার পর; মার্গারিটা ‘রিটা’ মামুন। বাংলায় হলে নিঃসন্দেহে নামটা ‘রিতা’ হতো। কিন্তু সে নিজে যখন নামটা বলবে তখন রিটা শোনাবে। ‘রিটা’ তার আদুরে নাম। পরিচিতি ‘রিটা মামুন’ হিসেবে। মামুন তার বাবা, আর এখানেই রিটার সঙ্গে তোমার চিন-পরিচয়। রাশিয়ান পাসপোর্টধারী এই অষ্টাদশী ‘আধা বাংলাদেশি’।

ডক্টর আবদুল্লাহ আল মামুন রিটার বাবা; পেশায় মেরিন প্রকৌশলী। বাড়ি বাংলাদেশের রাজশাহীতে। ১৯৮৩-এর দিকে পড়তে গিয়েছিলেন রাশিয়ায়। সেখানেই তার সঙ্গে সখ্য গড়ে ওঠে জিমন্যাস্ট অ্যানার। সেই সখ্য রূপ নেয় প্রণয়ে। রিটা ওই দম্পতিরই সন্তান।

৩.

ভাবছ, কে এই কিশোরী? এমন দ্বৈত রক্ত তো কত প্রবাসীর শরীরেই আছে; রিটাকে নিয়ে এত মাতামাতি কেন?

কারণ, তোমার এই দেশি মেয়েটা দুনিয়াজুড়ে একজন সফল ‘কিশোরী’। শুধু সাদামাটা সফল নয়, রীতিমতো মহাতারকা। সেই গল্পটাই তোমার বুকটা আরও চওড়া করে দেবে। তুমি তাকে নিয়ে গর্ব করতে পারবে, এই মেয়েটা আমার দেশি!

রিটা মামুন র্যাঙ্কিংয়ের হিসাবে এই মুহূর্তে দুনিয়ার সেরা রিদমিক জিমন্যাস্ট!

৪.

স্কুলের ‘অধ্যবসায়’-এর রচনা পড়তে গিয়ে জেনেছ অধ্যবসায়ী মানুষগুলোর গল্প। শুনেছ তাদের একাগ্রতা সম্পর্কে। অধ্যবসায়ের সেই গল্পগুলো পড়ে এবং পরীক্ষার খাতায় লেখার পরই ভুলে যাও তুমি। কিন্তু রিটা সেই অধ্যবসায়ের গল্পগুলোকে অনুবাদ করেছে নিজের জীবনে। মার্গারিটার ‘রিটা মামুন’ হয়ে ওঠার গল্পটাও তেমন সাধনার, অধ্যবসায়ের। দুদিন পর হয়তো তার গল্পটাও ভাবসম্প্রসারণের উদাহরণ হিসেবে লিখবে কেউ! এখন যে তার নামের পাশে ২০১৩ সালের জিমন্যাস্টিকস বিশ্ব চ্যাম্পিয়নে ‘গোল্ড মেডেলিস্ট’ লেখা হয় কিংবা লেখা হয় অলরাউন্ড ইভেন্টে দুবারের গ্রাঁ প্রি চ্যাম্পিয়ন অথবা তিনবারের রাশিয়ান চ্যাম্পিয়ন; সেটা তো আর এমনি এমনি আসেনি। সেই অনূদিত অধ্যবসায়ই কাজে এসেছে রিটার। সেই অধ্যবসায় আর কঠোর পরিশ্রমই রিটাকে তৈরি করেছে প্রজন্মের ‘সফল’ কিশোরী হিসেবে।

রিটার গল্পটা শুরু হয়েছিল খুব অল্প বয়স থেকেই। তখন রিটার সাত। সবে স্কুলের গণ্ডি চিনতে শুরু করেছে শিশুটা। আর দশটা রাশিয়ান শিশুর মতো তার স্কুলেও খুব চল জিমন্যাস্টিকসের। রিটারও মনে ধরল। অবশ্য আরেকটা গোপন কারণও আছে জিমন্যাস্ট হওয়ার পেছনে; রিটার মা। বাংলাদেশের বিদেশি-বধূ অ্যানাও সাবেক জিমন্যাস্ট। মায়ের অনুপ্রেরণা আর নিজের আগ্রহ মিলিয়ে রিটা নাম লিখিয়ে ফেলেন অপরূপ শরীরী সৌন্দর্যের এই খেলায়; রিদমিক জিমন্যাস্টিকস!

রিটার প্রধান কোচ ইরিনা ভিনার

ভাগ্য প্রসন্ন, তাই গুরু হিসেবে পেয়ে যান ইরিনা ভিনার ও একসময়ের বিশ্বচ্যাম্পিয়ন আমিনা জারিপোভাকে। গুরুর সবক রিটা নিয়েছিলেন ‘ধর্ম’-এর মতো অকাট্য হিসেবে। তখন কে জানত তখন থেকেই তৈরি হচ্ছিলেন বিশ্বসেরা জিমন্যাস্ট!

ছোটবেলায় বাংলাদেশের হয়েও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে রিটা। সে সুবাদে বাংলাদেশেও এসেছে বেশ কবার। বাংলাটা বলতে পারে ‘ভাঙা ভাঙা’। বাবার দেশটার প্রতি একটা আলাদা মায়া আছে তার। সে কারণে ইচ্ছে ছিল বাংলাদেশের হয়েই খেলার। কিন্তু এ দেশে এ বিষয়ে ক্যারিয়ার গড়ে ওঠে না বলে শেষ পর্যন্ত ফিরে গেছে রাশিয়ায়। যদিও বাংলাদেশের হয়ে অংশ নেওয়া জুনিয়র গ্রুপের সেই প্রতিযোগিতাগুলো রিটাকে দিয়েছে দারুণ অভিজ্ঞতা।

৫.

জুনিয়র গ্রুপ থেকে বড় কিছু অর্জিত না হলেও রিটা প্রথম চমক দেখায় ২০১১ সালে। সেবার কানাডার মন্ট্রিল বিশ্বকাপের বল ফাইনালে রিটার উপস্থাপনার সময় পলক ফেলতে পারেননি উপস্থিত দর্শকেরা। মিনিট দেড়েক পর যখন নিজের উপস্থাপনা শেষ করে দুহাত জোড়া করে অভিবাদন জানায় রিটা, করতালিতে মুখর হলো পুরো গ্যালারি। সিটি বাজল, হইচই-লাফালাফি হলো। গোল্ড জিতল রিটা। উপস্থিত দর্শকেরা ততক্ষণে বুঝে গেছেন, দুনিয়া জয় করতেই এসেছে এই কিশোরী। ওই চ্যাম্পিয়নশিপের অলরাউন্ড ইভেন্টে জিতে নেয় ব্রোঞ্জও! স্পটলাইটটা সেদিন ঠিকই খুঁজে নিয়েছিল রিটাকে, খুঁজে নিয়েছিল ভবিষ্যতের তারকাকে।

সেই শুরু, এরপর রিটার ঝুড়িতে এসেছে রিদমিক জিমন্যাস্টিকসের প্রায় সব ধরনের মেডেলই। বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে গ্রাঁ প্রি অথবা রাশিয়ান চ্যাম্পিয়নশিপ। পদক উঠেছে অনেক।

‘বাংলার বাঘিনী’

সিনিয়র দলে ঢুকেই পরপর বেশ কটি মেডেল জিতে আলোচনায় চলে আসা রিটাকে নিয়ে যারপরনাই উত্সাহ রাশিয়ান গণমাধ্যমে। রিটার উত্থানের গল্প লিখতে গিয়ে তারা রিটাকে ডাকছে ‘বাংলার বাঘিনী’ নামে! এরই মধ্যে এটা হয়ে গেছে রিটার পদবির মতো। নামটা বেশ লাগে রিটার। গর্ব হয় নিজের দেশটার জন্য। তাকে এই নামটায় ডাকলে আরও আপন লাগে দেশটাকে। অনেক দূরে থাকলেও কাছের মনে হয় দেশটাকে।

(কিশোর আলোর জুলাই ২০১৫ সংখ্যায় প্রকাশিত)