সমুদ্রতীরে প্রথম হাঁটতে শিখেছিল যে ছেলেটি, তার ডাক নামও সমুদ্র। পাশের বাসার দুই ভাইকে গান শিখতে দেখে সমুদ্রের মা তাকেও দিয়ে দেন গানের ওস্তাদের কাছে। কেজি ওয়ানে পড়া সমুদ্রের গানের জগতে হাতেখড়ি তখনই।
২০০৯ সালে বোম্বে সুইটস কচিকাঁচা সংগীত প্রতিযোগিতায় জেলা পর্যায়ে তৃতীয় হয় বিয়াম মডেল স্কুল ও কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী সমুদ্র। গান গেয়ে প্রথম পুরস্কার এটিই। ২০১২ সালে সে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিশু পুরস্কার অর্জন করে দেশাত্মবোধক গান বিভাগে। বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত অমর একুশে সংগীত প্রতিযোগিতায় গৌরব অর্জন করে দ্বিতীয় হওয়ার। গানকে সঙ্গী করে নাম লেখায় বাংলাদেশ বেতারের শিশুশিল্পী হিসেবে। সেখানে ইতিমধ্যেই ১২টি গান গাওয়া হয়েছে তার। গানপাগল ছেলেটি শিল্পী রুনা লায়লার বড় ভক্ত। গানের ক্ষেত্রে তাঁকেই আদর্শ মানে সে।
গানের মতো লেখালেখি আর আবৃত্তিতেও আছে সমুদ্রের সমান দাপট। আবৃত্তিতে পেয়েছে জাতীয় শিশু পুরস্কার। আর সৃজনশীল লেখালেখিতে পেয়েছে ইউনিসেফের মীনা অ্যাওয়ার্ড। প্রকাশিত হয়েছে তার দুটি কবিতার বই। বাবা সরকারি চাকরিজীবী হওয়ার সুবাদে দেশের নানা জায়গায় ঘুরেছে সে। নানা সময়ে পড়েছে আটটি ভিন্ন স্কুলে। বিভিন্ন প্রতিযোগিতায় গান, আবৃত্তি আর বিতর্কে জিতে নিয়েছে ৪০টিরও বেশি পুরস্কার।
বড় ভাইকে অহরহ পুরস্কার জিতে আনতে দেখেই সমুদ্রেরও জেদ হয় জয়ী হওয়ার। সেই জেদ থেকে আর মায়ের অনুপ্রেরণায় তার এত দূর আসা। দেশি-বিদেশি ধাতব মুদ্রা জমানোর ভীষণ শখ সমুদ্রের। অবসরে লেখালেখি, গান, বই পড়া আর ঘুরে বেড়াতে ভালোবাসে সে।
নানা সৃজনশীল কর্মকাণ্ডে পটু সমুদ্র পড়াশোনাতেও কারও চেয়ে কম নয়। পঞ্চম শ্রেণিতে মেধাতালিকায় আর অষ্টম শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে সে। বড় হয়ে দেশবরেণ্য একজন সাংবাদিক হওয়ার ইচ্ছা তার।
সমুদ্রের সাক্ষাৎকার
প্রশ্ন :
এমন তিনটি জিনিস, যা মৃত্যুর আগে করতে চাও...
পুরো বিশ্ব ঘুরে দেখতে চাই, সফল মানুষ হতে চাই আর রুনা লায়লার সঙ্গে দেখা করতে চাই।
প্রশ্ন :
যেখানে ঘুরতে ভালো লাগে...
বিখ্যাত ব্যক্তিদের বাড়িতে!
প্রশ্ন :
এমন যদি হতো...
যে বিষয় ভালো লাগে, শুধু সে বিষয়েই পড়াশোনা করতে হতো।
প্রশ্ন :
নিজের ব্যাপারে প্রিয় এবং অপ্রিয় যা...
অপ্রিয় হলো নিজের দোষ বুঝলেও স্বীকার করি না। কিন্তু ভেতর থেকে শোধরানোর চেষ্টা করি—এটা প্রিয়।
প্রশ্ন :
স্কুলের ভালো লাগা ও মন্দ লাগা দিক...
ভালো লাগাটা হচ্ছে শিক্ষকেরা খুব ভালো, আর মন্দ দিক হচ্ছে পড়ালেখার অনেক চাপ।
প্রশ্ন :
স্বপ্ন...
স্বপ্ন বাস্তবায়নের ক্ষমতা অর্জন করার স্বপ্ন দেখি।
প্রশ্ন :
জীবনের সেরা তিনটি সময়...
যখন প্রথম পুরস্কার জিতি, আম্মুর মুখে হাসি ফোটার সময় আর স্কুলজীবনটা—যা প্রায় শেষের দিকে।