বড় বড় ভুল যত

ষাঁড় ও লাল রং

ষাঁড় আসলে লাল রঙের কাপড়ের জন্য নয়, উত্তেজিত হয় বুল ফাইটারের কাপড়ের নাচন দেখে।

বাদুড়ের অন্ধত্ব

বাদুড় অন্ধ নয়। প্রতিধ্বনি ছাড়াও বাদুড় চলার জন্য চোখও কাজে লাগায়।

জিবের ব্যবচ্ছেদ

মিষ্টি, নোনা, তিতা ইত্যাদি নানা রকম স্বাদ গ্রহণে জিবের আলাদা অংশ ব্যবহূত হয়, এটা ভুল কথা।

কলা গাছে ধরে না

আমরা কলাগাছ বলতে অভ্যস্ত হলেও, কলা যেখানে ধরে, তার বিবেচনায় বলা যায় এটি আসলে গাছের মতো দেখতে একটি গুল্ম।

কুকুরের ঘাম

কুকুর লালার মাধ্যমে ঘামে না আসলে। এরা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাঁপাতে হাঁপাতে। আর ঘামে পায়ের পাতা দিয়ে।

পাঁচ ইন্দ্রিয়

পাঁচ নয়। তবে বিশেষজ্ঞরা বলেন, আমাদের ইন্দ্রিয় আছে বিশের কাছাকাছি।

তরল কাচ

রসায়ন বইয়ে যতই বলা থাকুক, কাচ আসলে তরল নয়, বরং নির্দিষ্ট আকারহীন কঠিন পদার্থ।

১০ শতাংশ ব্রেন

আমরা ব্রেনের মাত্র ১০ শতাংশ ব্যবহার করি, এমন নয়। এটা নির্ভর করে কাজের মনোযোগের ওপর।

চাঁদ ও চীনের প্রাচীর

না, আসলে চাঁদ বা মহাকাশ থেকে দেখা যায় না প্রাচীরটিকে।

হাঙরের ক্যানসার

হাঙরের ক্যানসার হয় না এমন ধারণা আছে। আসলে হাঙরেরও ক্যানসার হতে পারে।

বামন নেপোলিয়ন

প্রচলিত আছে, নেপোলিয়ন বামন ছিলেন। কিন্তু ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার মানুষটি সে সময়ের মানুষের তুলনায় বেশ লম্বাই ছিলেন।

আচরণ ও জিন

আমাদের নির্দিষ্ট আচরণের জন্য নির্দিষ্ট কোনো জিন কাজ করে না। জিন বরং প্রোটিনের জন্য কোড তৈরি করে।

আইনস্টাইন গণিতে ফেল

না। তিনি একবার এন্ট্রাস পরীক্ষায় ফেল করেছিলেন বটে, তবে গণিতে দারুণ করেছিলেন।

গোল্ডফিশের স্মৃতি

না, তিন সেকেন্ড নয়, গোল্ডফিশ তিন মাসের বেশি সময় পর্যন্ত স্মৃতি ধরে রাখতে পারে, যা অনেক রাজনীতিকও পারেন না।

মুদ্রার আঘাতে মৃত্যু

পতিত মুদ্রার বেগ ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার হলেও আমরা মারা যাব না, বেশ আঘাত পাব যদিও।

মিথ্যা ধরার যন্ত্র

এমন কোনো যন্ত্রই আসলে কাজ করে না। সবগুলোকেই ফাঁকি দেওয়া সম্ভব।