বড়দিনের উপহার থেকে বিখ্যাত বই

অ্যালিস নামের এক ছোট্ট মেয়ে একদিন একটা গর্তে পড়ে গেল। গর্তটা ছিল আবার খরগোশের! সেই গর্তে পড়েই নতুন এক দুনিয়ার খোঁজ পেল অ্যালিস। কত বিচিত্র কাণ্ড যে ঘটতে লাগল সেখানে! ছেলেবেলায় কমবেশি আমরা সবাই গল্পটা পড়েছি। বইটির নাম অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। লিখেছিলেন ইংরেজ লেখক চার্লস লুদভিগ ডজসন। আমরা যাঁকে চিনি লুইস ক্যারোল নামে। মজার বিষয় হলো, ১৮৬২ সালের ২৬ নভেম্বর লেখক বইটির হাতে লেখা পাণ্ডুলিপি বড়দিনের উপহার হিসেবে দিয়েছিলেন অ্যালিস লিডেল নামের এক ছোট্ট মেয়েকে।

ক্যারোলের বয়স তখন ৩০। সহকর্মীর সঙ্গে গিয়েছিলেন বনভোজনে। সেখানে দেখা হয়েছিল সহকর্মীর তিন মেয়ের সঙ্গে। ছেলেবেলা থেকে গণিত ও লেখালেখিতে ক্যারোলের বেশ হাতযশ। তবে কথা বলার সময় জিব জড়িয়ে আসত তাঁর। আরেকটা মজার বিষয় হলো, শিশুদের সঙ্গে কথা বলতে গেলেই নাকি তোতলামো আর থাকত না! তো সেই বনভোজনের দিনই ছোট্ট অ্যালিসকে নিয়ে গল্পটা লিখে ফেলেন ক্যারোল। অতঃপর পরের বড়দিনেই সেটা উপহার হিসেবে দিয়ে দেন অ্যালিসকেই। অ্যালিস ও তাঁর বোনেরা গল্পটা পড়ে যারপরনাই মুগ্ধ। তাদেরই আবদারে পুরো গল্পটা লিখতে শুরু করেন ক্যারোল। অবশেষে সেটা বই আকারে প্রকাশিত হয় ১৮৬৫ সালে। আজও সেই বই দুনিয়াজুড়ে সমাদৃত।

সূত্র: হিস্ট্রি চ্যানেল